ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়কে শিক্ষকসহ নিহত ৯

প্রকাশিত: ০৯:০১, ২৬ জুন ২০১৯

সড়কে শিক্ষকসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সাতক্ষীরায় মোটরসাইকেল-এ্যাম্বুলেন্স সংঘর্ষে দুই আরোহী, গাজীপুরে দুই ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও শিশু, বাগেরহাটে আরোহী, কক্সবাজারে শিক্ষক, রাজশাহীতে দুই যুবক এবং সিলেটে চালক নিহত হয়েছেন। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সড়কের ত্রিমমাইল মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন এ্যাম্বুলেন্সের ড্রাইভার হজরত আলী। নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের লস্করপাড়া এলাকার আবুল বাশারের ছেলে কামরুল হাসান (৩৫) ও উত্তর কাটিয়া এলাকার এমদাদ আলীর ছেলে নান্নু (৩৪)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত মোটরসাইকেল আরোহী কামরুল ও নান্নু সাতক্ষীরার ডিশ লাইন স্টার ক্যাবলসের কর্মচারী। তারা একটি মোটরসাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান। এ সময় আহত হন এ্যাম্বুলেন্সের ড্রাইভার হজরত আলী। গাজীপুর গাজীপুরে মঙ্গলবার ভোররাতে দুই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে চালকসহ এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। হতাহতরা সবাই পিকআপ আরোহী ছিলেন। নিহতরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর নতুনবাজার এলাকার কাজল মিয়ার শিশু ছেলে আলম (৭) ও পিকআপ চালক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মজলিশপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে নাইম উদ্দিন (২৫)। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকারিয়া খান ও সদর থানার এসআই লিয়াকতসহ স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের নিয়ে কাজল মিয়া টঙ্গী থেকে একটি পিকআপযোগে শ্রীপুরের রাজাবাড়ি যাচ্ছিল। পথে পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ওই পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ওই ট্রাকের সঙ্গে আটকে যায়। এ সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি আরোহীসহ পিকআপটিকে টেনে হিঁচড়ে কিছু দূর নিয়ে গেলে পিকআপটির সঙ্গে সামনে থাকা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুই ট্রাকের মাঝে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক নাইম উদ্দিন নিহত হয়। এ ঘটনায় কাজল মিয়া (৫০), তার স্ত্রী জোবেদা (৪০), মেয়ে শাপলা (১০) ও আলম (৭)সহ পিকআপের অপর আরোহী কাওরান বাজার এলাকার বাতেন মিয়ার ছেলে গাড়ি চালক শফিকুল (৪০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু আলমকে মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাগেরহাট মোল্লাহাটে দ্রুতগামী বাসের চাপায় খান শাহাব উদ্দিন (২৮), নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলাধীন রাজপাট মরাখালের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (২৮) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে বাগেরহাট থেকে নিজ বাড়ি ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানায়। কক্সবাজার বাজার থেকে সদাইপাতি করে কন্যাকে সঙ্গে নিয়ে ঘরে ফেরা হলো না পিতার। ঘর থেকে মাত্র ২ শ’ গজ দূরত্বে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন মাওলানা আবু আজম নামের এক মাদ্রাসা শিক্ষক। তিনি চকরিয়া খুটাখালী নয়াপাড়ার মরহুম মোস্তাক আহমদের পুত্র। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সদরের ইসলামাবাদ খোদাইবাড়ি এ জি লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসার শিক্ষক ছিলেন। সোমবার রাতে খুটাখালী নয়াপাড়ার উত্তরে মহাসড়কে ছারপোকা-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। এসময় তার কন্যা ও রিক্সাচালক গুরুত্বর আহত হয়েছে। তাদের মালুমঘাট খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোলাপগঞ্জের পৌর এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, সিলেটগামী একটি টেম্পোকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে টেম্পো চালক ও সহকারী গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেড্যিাকল কলেজ হাসপা তালে নিয়ে গেলে পথে টেম্পো চালক শাহেল আহমদ মারা যায়। শাহেল আহমদ ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র। রাজশাহী পুঠিয়া উপজেলায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার ছোট সেনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল রানা। নিহত এবং আহত সবার বাড়ি নাটোর বলে তারা জানতে পেরেছেন। এসআই জাহিদুল ইসলাম জানান, বিকেলে একটি মোটরসাইকেলে তিন আরোহী রাজশাহীর দিকে আসছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অপরজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
×