ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বশেমুরকৃবিতে বিজ্ঞান গবেষণায় ব্যাপক সাফল্য

প্রকাশিত: ০৯:০০, ২৬ জুন ২০১৯

বশেমুরকৃবিতে বিজ্ঞান গবেষণায় ব্যাপক সাফল্য

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) একটি গবেষণাভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। জাতির পিতার নামে গাজীপুরের সালনায় প্রতিষ্ঠিত এ বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি কৃষিতে মৌলিক ও প্রায়োগিক গবেষণায় অগ্রাধিকার প্রদান করে আসছে। ইতোমধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ও গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞান গবেষণায় র‌্যাংকিংয়ে বিশ^বিদ্যালয়টি ৫ম এবং বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৭৩৭তম স্থান লাভ করেছে। বশেমুরকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া জানান, ১৯৮৫ সালে প্রথমে ইপসা এবং পরবর্তীতে ১৯৯৮ সালে জাতির পিতার নামে গাজীপুরের সালনা এলাকায় প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আধুনিক কৃষির নানা বিষয়ে অনেক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটি এমএস ও পিএইচডি ডিগ্রীর পাশাপাশি ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ থেকে বিএস ডিগ্রী প্রদান করে আসছে। বিশ^বিদ্যালয় থেকে ইতোমধ্যে ৩১৯ পিএইচডি, ১৮১৭ এমএস এবং ১৩১৬ ছাত্রী-ছাত্রী বিএস ডিগ্রী অর্জন করেছে। তিনি জানান, প্রতিবছরই এ বিশ্ববিদ্যালয় হতে শতাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টর বিশিষ্ট জার্নালে প্রকাশিত হচ্ছে, যা সম্প্রতি প্রকাশিত স্পেনভিত্তিক সিমাগো এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা স্কোপাসের জরিপে ফুটে উঠেছে। সংস্থা দুটির জরিপে দেখা যায় যে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ও গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞান গবেষণায় র‌্যাংকিংয়ে বশেমুরকৃবি ৫ম এবং বৈশ্বিক র‌্যাংকিং তা ৭৩৭তম। ভাইস চ্যান্সেলর বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৯টি দীর্ঘমেয়াদী গবেষণা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এছাড়াও কৃষিতে মৌলিক ও ফলিত বিষয়ের ওপর দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে আরও প্রায় ৫০ প্রকল্পের গবেষণা কাজ চলমান রয়েছে।
×