ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ জুন ২০১৯

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার দুপুরে বগুড়া সরকারী শাহসুলতান কলেজের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীসহ দু’জনকে ছুরিকাঘাত করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছুরিকাঘাতে আহতরা হলেন, সিমেন্ট ব্যবসায়ী(ডিলার) অভি সরকার(২৭) ও সিমেন্ট কোম্পানির বিপণন কর্মকর্তা সুদেব কুমার সরকার(৪৮)। তারা বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া সদরের সাবগ্রাম ঘুনিয়াতলা এলাকার সিমেন্ট ব্যবসায়ী অভি সরকার একটি সিমেন্ট কোম্পানির ডিলার। কোম্পানির কর্মককর্তা সুদেব সরকারকে নিয়ে তিনি বগুড়ার নয় মাইল এলাকা থেকে মার্কেটের পাওনা টাকা আদায় করে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। দুপুর ২টার দিকে তারা শাহসুলতান কলেজের সামনে পৌঁছলে মোটরসাইকেলে আসা ২ ছিনতাইকারী হঠাৎ করে তাদের মোটরসাইকেলের সামনে চলে আসে। মোটরসাইকেল থেকে নেমেই ২ দুর্বৃত্ত ছুরি নিয়ে ব্যবসায়ী ও সিমেন্ট কোম্পানির বিপণন কর্মকর্তার ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে ব্যাগ ভর্তি সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের পরে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×