ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঋণখেলাপীদের বিশেষ সুবিধার সার্কুলারের ওপর স্থিতাবস্থা আরও দু’মাস

প্রকাশিত: ১১:০০, ২৫ জুন ২০১৯

 ঋণখেলাপীদের বিশেষ সুবিধার সার্কুলারের ওপর স্থিতাবস্থা আরও দু’মাস

স্টাফ রিপোর্টার ॥ ঋণখেলাপীদের সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা জারি করেছে তার কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এর আগে গত ২১ মে ঋণখেলাপীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামান। এদিকে বাংলাদেশ ব্যাংকে বর্তমানে খেলাপী ও অকার্যকর ঋণের পরিমাণ ২ লাখ ২০ হাজার কোটি টাকা। খেলাপী ঋণের পরিমাণ ১ লাখ ১০ হাজার কোটি টাকা। অবশিষ্ট ১ লাখ ১০ হাজার কোটি টাকার মধ্যে ৮০ হাজার কোটি টাকা আদালতের আদেশে আটকে আছে। আর ৩০ হাজার কোটি টাকা অবলোপনকৃত ঋণ। সোমবার আদালতে এমন তথ্য উপস্থাপন করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি দুই ভলিউমে খেলাপী ঋণের তথ্য আদালতে সিলগালা অবস্থায় উপস্থাপন করেন। এ সময় তিনি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণখেলাপী বা অর্থের পরিমাণ কত তা আদালতে জানানো হয়নি। এ বিষয়ে জারি করা রুলের শুনানির জন্য উভয় পক্ষকে প্রস্তুত হতে বলে আদালত। আগামী দুই সপ্তাহ পর রুলের ওপর চূড়ান্ত শুনানি হবে। মনজিল মোরসেদ বলেন, ১০ হাজার ৪৪১ ব্যাংক এ্যাকাউন্ট থেকে এই ঋণ নেয়া হয়েছে।
×