ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্মিংহ্যাম জিতেই শীর্ষে বার্টি

প্রকাশিত: ১০:৩১, ২৫ জুন ২০১৯

 বার্মিংহ্যাম জিতেই  শীর্ষে বার্টি

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশলে বার্টির জয়রথ ছুটছেই। ফ্রেঞ্চ ওপেনের পর বার্মিংহ্যাম ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। বার্মিংহ্যাম ওপেনের ফাইনালে রবিবার জুলিয়া জর্জেসকে ৬-৩ এবং ৭-৫ গেমে পরাজিত করেন তিনি। সেইসঙ্গে ব্যাক টু ব্যাক শিরোপা উঁচিয়ে ধরলেন ২৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা। শুধু তাই নয়, টানা দুই শিরোপা জয়ের পুরস্কার হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও এবার নিজের করে নিলেন তিনি। সোমবার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে জাপানের বিস্ময় বালিকা নাওমি ওসাকাকে সরিয়ে এখন এক নম্বর খেলোয়াড় এ্যাশলে বার্টি। এর ফলে ৪৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখল করলেন বার্টি। তার আগে এই কীর্তিটা ছিল এভন্নে গোলাগংয়ের দখলে। অবিস্মরণীয় এই কীর্তি গড়ে বার্টি তাই স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত। কোর্টের তাৎক্ষণিক সাক্ষাতকারে তো ভাষাই হারিয়ে ফেলেছিলেন এই অস্ট্রেলিয়ান।
×