ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেন লাইনচ্যুত ॥ নিহত চারজনের পরিচয় মিলেছে

প্রকাশিত: ০৩:৪১, ২৪ জুন ২০১৯

 ট্রেন লাইনচ্যুত ॥ নিহত চারজনের পরিচয় মিলেছে

অনলাইন রিপোর্টার ॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ঢাকাগামী আন্তনগর ট্রেন উপবন এক্সপ্রেসের বগি উল্টে নিহত চারজনেরই পরিচয় মিলেছে। পরিবাররে লোকজন এসব মরদেহ শনাক্ত করেছেন। গতকাল রবিবার রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এর মধ্যে বরমচাল রেলপথের একটি কালভার্ট থেকে নিচে পড়ে যায় ট্রেনের বগি এবং কিছু বগি লাইনের ওপর উল্টে যায়। এ ঘটনায় নিহত যাত্রীরা হলেন কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের বাসিন্দা আবদুল বারীর স্ত্রী মনোয়ারা পারভীন (৪৫), সিলেটের মোগলা বাহার থানার আবদুল্লাহপুর গ্রামের আবদুল বারীর মেয়ে ফাহমিদা ইয়াসমিন ওরফে ইভা (২০), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আকরাম মোল্লার মেয়ে সানজিদা আক্তার (২০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার নুর হোসেনের ছেলে কাওসার হোসেন (২৬)। মনোয়ারা পারভীনের লাশ শনাক্ত করেন তাঁর স্বামী আবদুল বারী। ফাহমিদার লাশ তাঁর ভাই আবদুল হামিদ শনাক্ত করেন। তিনি সিলেট নার্সিং কলেজের বিএসএসি নার্সিং কোর্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সানজিদা ও ফাহমিদা সহপাঠী ছিলেন ছিলেন বলে নিশ্চিত করেছেন কলেজের কোষাধ্যক্ষ জহির আহমেদ। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল হক কাওসার হোসেনের পরিচয় নিশ্চিত করে জানান, তাঁর পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়ি চলে গেছেন। দুর্ঘটনার পর কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন, মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২৩ জন।
×