ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাঁকজমকভাবে অলিম্পিক ডে উদ্যাপন

প্রকাশিত: ১০:৩৪, ২৪ জুন ২০১৯

জাঁকজমকভাবে অলিম্পিক ডে উদ্যাপন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার ঢাকাসহ দেশের সকল জেলা ও বিভাগীয় শহরে অলিম্পিক ডে ২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে ঢাকায় বর্ণাঢ্য র‌্যালি বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেইটে এসে শেষ হয়। অলিম্পিক ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন বিওএ’র সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিক ডে ২০১৯ সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। র‌্যালিতে বিভিন্ন ফেডারেশন, এ্যাসোসিয়েশন, ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশের খোলোয়াড়, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্তত ২,৫০০ ক্রীড়ানুরাগী অংশগ্রহণ করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ উপলক্ষে বিকেলে বিওএ ভবনে ক্রীড়া, পরিবেশ ও টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ জাফর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ।
×