ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোথায় থামবেন রজার ফেদেরার?

প্রকাশিত: ১০:৩৩, ২৪ জুন ২০১৯

 কোথায় থামবেন রজার ফেদেরার?

স্পোর্টস রিপোর্টার ॥ রজার ফেদেরারের জয়রথ ছুটছেই। রবিবার হ্যাল ওপেনেও চ্যাম্পিয়ন হলেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। শিরোপা জয়ের লড়াইয়ে এদিন তিনি ৭-৬ (৭/২) এবং ৬-১ গেমে পরাজিত করেন ডেভিড গোফিনকে। সেই সঙ্গে হ্যাল ওপেনের ১০ম শিরোপা জয়ের রেকর্ড গড়লেন রজার ফেদেরার। একক কোন টুর্নামেন্টে এটাই তার সর্বোচ্চ জেতা ট্রফি। তার আগে ওপেন যুগে একমাত্র খেলোয়াড় হিসেবে একক কোন টুর্নামেন্টে ১০বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছিলেন শুধু রাফায়েল নাদাল। এবার চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের সঙ্গে যোগ দিলেন ফেদেরার। হ্যাল ওপেনের আগে বাসেলে ৯টি, উইম্বলডন এবং দুবাই ওপেনে সমান ৮টি এবং সিনসিনাটি ওপেনে সাতবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফেড এক্সপ্রেস। এবার অতীতের সব কীর্তি ছাড়িয়ে গেলেন হ্যাল ওপেনে। ডেভিড গোফিনকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের ১০২তম ট্রফি। সর্বোচ্চ ট্রফি জেতা জিমি কর্নসের চেয়ে আর মাত্র সাত শিরোপা থেকে দূরে রয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। ২০১৯ সালে এখন পর্যন্ত এককভাবে সর্বোচ্চ তিনটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও ফেড এক্সপ্রেসের দখলে। এর আগে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ এবং মিয়ামি ওপেনের শিরোপাও জেতেন ফেদেরার। ফাইনাল খেলেছেন ইন্ডিয়ান ওয়েলসেও। সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনে। কোয়ার্টার ফাইনাল খেলেছেন মাদ্রিদ ও রোম ওপেনে। এছাড়া মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছিলেন ফেদেরার। বয়সে সাঁইত্রিশকেও ছাড়িয়ে গেছেন রজার ফেদেরার। হ্যাল ওপেন জিতে গড়লেন আরেক নজির। ২২ বছরের মধ্যে সবচেয়ে বয়োজ্যষ্ঠ খেলোয়াড় হিসেবে ট্যুর পর্যায়ের কোন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন তিনি। তার আগে এই রেকর্ডটা গড়েছিলেন কেন রোজওয়াল। ১৯৭৭ সালে হংকং ওপেনে। সেই সময়ে ৪৩ বছর বয়সে ট্যুর পর্যায়ের শিরোপা জেতার রেকর্ডটাই ঠিকেছিল দীর্ঘদিন। ঘাসের কোর্টে ফেদেরার সবসময়ই দুর্দান্ত। এ মৌসুমের প্রথম ঘাসের কোর্টের শিরোপা জিতে আবারও প্রমাণ করলেন তা। হ্যাল ওপেনের শিরোপা জিতে তার প্রতিদ্বন্দ্বীদের জন্য একটা ‘অঘোষিত’ বার্তাও কী দিয়ে দিলেন না ফেদেরার? কেননা, আগামী মাসেই যে শুরু হবে উইম্বলডন। এই টুর্নামেন্টের রেকর্ড অষ্টম শিরোপা ফেদেরারের দখলে। সর্বশেষ ২০১৭ সালে এই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন তিনি। তার আগেরটা ছিল ২০১২ সালে। এবার কী তাহলে শিরোপা পুনরুদ্ধার করতে পারবেন ফেদেরার? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×