ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে খেলা কঠিন অবশেষে বুঝলেন রশীদ খান...

প্রকাশিত: ১০:৩২, ২৪ জুন ২০১৯

 বিশ্বকাপে খেলা কঠিন অবশেষে বুঝলেন রশীদ খান...

স্পোর্টস রিপোর্টার ॥ রশীদ খান। আফগানিস্তান তো বটেই বিশ্ব ক্রিকেটেরই বড় তারকাদের একজন। মাত্র ২০ বছর বয়সে দুর্দান্ত লেগস্পিনে নজড়কাড়া এই অলরাউন্ডার অবশেষ স্বীকার করেছেন, তার দল আসলে বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিল না। ওয়ানডেতে তাদের মান শ্রেষ্ঠত্বে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার মতো নয়, রশীদ আসলে সেটিই বোঝাতে চেয়েছেন। পরশু রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে হারের পর এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে লীগপর্ব থেকেই আফগানদের বিদায় নিশ্চিত হয়ে যায়। ৬ ম্যাচের সবকটিতে হারা গুলবাদিন নাইবের দল পয়েন্ট টেবিলের তলানিতে। বোঝাই যাচ্ছে যে রকম রোমাঞ্চ আর উদ্দীপনা নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল আফগানিস্তান এখন মোটেও তা নেই। আসরে একমাত্র জয়হীন দলও তারা। তিন তারকা মোহম্মদ নবি, রশীদ খান আর মুজিব উর রহমানদের নিয়ে এত কথা হচ্ছিল, কিন্তু দলের তাদের ব্যক্তিগত নৈপুণ্যও ভাল নয়। রশীদ খান বলেন, ‘আমার মনে হয় না আমরা এই টুর্নামেন্টের জন্য যথাযথ প্রস্তুত। এটা অনেক বড় এক মঞ্চ। এখানে উত্থান-পতন আছে। কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আমাদের এক বা দুই ম্যাচ জেতা উচিত ছিল। আমাদের সামনে সেই সুযোগ এসেও ছিল। কিন্তু আমাদের অভিজ্ঞতার অভাবে আমরা হেরে গেছি। আশা করছি, সময়ের পরিক্রমায় আমরা তা অর্জন করব।’ রশীদ খান মনে করেন দলের এই ব্যর্থতার পেছনে প্রধান দায়, তাদের যথেষ্ট প্রস্তুতির অভাব। বিশ্বকাপ শুরুর আগে দলের প্রধান নির্বাচক নিজেদের শেষ চারে দেখলেও রশীদ এখন বাস্তবতা টের পাচ্ছেন। আফগানিস্তানের মতো বাজে সময় কাটাচ্ছেন দলের সেরা বোলিং অলরাউন্ডার রশীদ খান নিজেও। বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের কাছে বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট হারানো এই লেগি এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে শিকার করেছেন মোটে ৪ উইকেট। আয়োজক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তো আরও বড় লজ্জার রেকর্ড গড়েন তিনি। রুট-মরগানদের বিপক্ষে ৯ ওভার বল করে ১১০ রান খরচ করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং। আর পুরো ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়। মাঠের বাইরেও খুব একটা ভাল অবস্থানে নেই আফগানিস্তান ক্রিকেট। চোট দেখিয়ে বিতর্কিতভাবে দলের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে বাদ দেয়া, কোচ ফিল সিমন্স ও সাবেক প্রধান নির্বাচক দৌলত আহমদজাইয়ের মধ্যে কথা কাটাকাটি! সব মিলিয়ে বেশ অস্বস্তিকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আফগান ক্রিকেট। বিশ্বকাপ শুরুর পর একাধিক বিতর্কে জড়িয়ে পড়া আফগান ক্রিকেট বিশ্বকাপের আগেও পড়ে সমালোচনার মুখে। বিনা কারণ দেখিয়ে হঠাৎ করেই পরীক্ষিত আসগর আফগানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বোর্ড। দায়িত্ব তুলে দেয় গুলবাদিন নাইবের কাঁধে। তখন এ নিয়েও বেশ ক্ষোভ প্রকাশ করেছিলেন ঘূর্ণি জাদুকর রশীদ। নিজের জায়গায় এখনও অটল তিনি। দলের ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি দলে আমার অবস্থান সম্পর্কে জানি। যখন অধিনায়ক পরিবর্তন হয় হ্যাঁ আমি প্রকাশ্যে এর বিরোধিতা করি। আমার আগের অধিনায়ককে সমর্থন বা অন্য কাউকে খুশি করার জন্য আমি এ কাজ করিনি। আমি করেছিলাম আফগানিস্তান ক্রিকেটের জন্য।’
×