ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদি মসজিদ নিয়ে বিভ্রান্তি

প্রকাশিত: ১০:০০, ২৪ জুন ২০১৯

 মোদি মসজিদ নিয়ে বিভ্রান্তি

গত মাসে ভারতের জাতীয় নির্বাচনে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কিছু ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন মোদির নামে ব্যাঙ্গালুরুতে একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের এই দাবি ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও মোদির ভক্তদের এই দাবির পর আসল তথ্য সামনে আসে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। জানা গেছে, পূর্ব ব্যাঙ্গালুরুর তাসকের শহরে মোদি মসজিদের ইমাম গুলাম রাব্বানি; যিনি প্রায় দুই দশক ধরে ওই মসজিদের পরিচর্যায় আছেন। তিনি বলেন, এই মসজিদটি প্রায় ১৭০ বছরের পুরনো। অন্যদিকে মোদির বয়স ৬৯ বছর। এই মসজিদের নামের সঙ্গে প্রধানমন্ত্রীর নামের কোন যোগসূত্র নেই। শুধু তাসকেরের এই মসজিদই নয়, ব্যাঙ্গালুরুর ট্যানারি রোডের কাছে মোদি মসজিদ নামে আরও দুটি মসজিদ আছে। ১৮৪৯ সালের দিকে তাসকের শহর একটি সেনা ও নাগরিকদের স্থান ছিল। সে সময় সেখানে বসবাস করতেন মোদি আবদুল গফুর। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। একটি মসজিদের প্রয়োজনীয়তা অনুভব করে তারই উদ্যোগে ওই মসজিদটি তৈরি হয়। -এনডিটিভি
×