ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেবা সপ্তাহ উদ্বোধনকালে গৃহায়ন ও গণপূর্ত সচিব

নক্সাবহির্ভূত নির্মাণের বিষয়ে রাজউককে সতর্ক থাকতে হবে

প্রকাশিত: ০৯:৩৩, ২৪ জুন ২০১৯

নক্সাবহির্ভূত নির্মাণের  বিষয়ে রাজউককে সতর্ক থাকতে হবে

স্টাফ রিপোর্টার ॥ নক্সার বাইরে অনুমতিবিহীন কোন ভবন যেন নির্মিত না হয় এজন্য সতর্ক থাকতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার। রবিবার সকালে রাজউকের পাঁচ দিনব্যাপী রাজউক সেবা সপ্তাহের উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। এর আগে রাজউকের প্রধান কার্যালয়ে ফিতা কেঁটে ও বেলুন উড়িয়ে সপ্তাহ উদ্বোধন করেন তিনি। রবিবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজউকের সদস্য (পরিকল্পনা) সাঈদ নূর আলম। এরপর রাজউক কর্তৃক প্রদত্ত সেবা সমূহের বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম। এ সময় রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) মোঃ আজহারুল ইসলাম, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আবুল কালাম আজাদসহ রাজউকের সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এবং সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনলাইনে আবেদন করেছেন এমন আবেদনকারীদের ভূমি ব্যবহার ছাড়পত্র, নির্মাণ অনুমোদনপত্র, নামজারিপত্র ও রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দকারীদের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়। গণপূর্ত সচিব বলেন, সংস্থাটি সেবা প্রত্যাশীদের দ্রুত ও সহজে সেবা প্রদান লক্ষ্যে সেবার অনেকগুলো ধাপ কমিয়েছে। এছাড়াও অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নির্মাণ অনুমোদনপত্র প্রদান শতভাগ চালু করা হয়েছে। ধীরে ধীরে রাজউকের সকল সেবা অনলাইনে প্রদান করা হবে। তিনি বলেন, ঘুরে দাঁড়িয়েছে রাজউক, এগিয়ে চলছে রাজউক। কিছু কিছু ক্ষেত্রে সামান্য ব্যর্থতা থাকলেও রাজউকের অর্জন অনেক বেশি। তিনি বলেন, রাজউকের এই সেবা কার্যক্রম সারা মাসব্যাপী, বছরব্যাপী, রাজউক যতদিন থাকবে তত দিনব্যাপী। পূর্ত সচিব বলেন, রাজউকের সেবা সহজীকরণের ফলে সেবাগ্রহিতাদের বিভিন্ন দফতরে গিয়ে আর প্রতিকূলতার সম্মুখীন হতে হবে না। এটি রাজউকের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। শহীদ উল্লা খন্দকার কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে বলেন, জাতির কাছে আমাদের অনেক ঋণ রয়েছে। সেই ঋণ পরিশোধের সময় এখন। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। পূর্তসচিব বলেন রাজউককে নজরদারি বাড়াতে হবে। কোন ভবন নক্সা অনুযায়ী নির্মিত হচ্ছে কিনা তা প্রয়োজনে প্রতিটি ইঞ্চি মেপে দেখতে হবে। পূর্ত সচিব বলেন, ভবন নির্মাণ শেষ হলে রাজউক থেকে অকুপেন্সি সার্টিফিকেট (বসবাস ব্যবহার ছাড়পত্র) নিতে হবে। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া ইউটিলিটি সার্ভিস পাওয়া যাবে না। এ বিষয়ে সকল মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে।
×