ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শচীন-সৌরভদের শেকল পরাচ্ছে বিসিসিআই!

প্রকাশিত: ০৯:২৫, ২৩ জুন ২০১৯

 শচীন-সৌরভদের শেকল পরাচ্ছে বিসিসিআই!

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এ্যাডভাইজরি কমিটির (সিএসি) দায়িত্বে শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ। কিন্তু ওই দায়িত্বের বাইরেও বোর্ডের অনেক বিষয় নিয়ে কাজ করতেন তারা। আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মেন্টর অথবা কোচের দায়িত্বে ছিলেন কেউ কেউ। কেউ আবার ছিলেন ধারাভাষ্যে। কিন্তু এখন থেকে তা আর সম্ভব হচ্ছে না। তবে এখন থেকে কেবল নিজেদের রুটিন কাজগুলোই করবেন তিন কিংবদন্তি ক্রিকেটার। বিসিসিআইয়ের নৈতিকতা সংক্রান্ত বিভাগের পক্ষ থেকে এক কর্মকর্তা জানিয়েছেন, সুপ্রীমকোর্ট কর্তৃক অনুমোদিত বিসিসিআইয়ের নতুন নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে একজন ব্যক্তি একই সময়ে একটির বেশি পদে আসীন থাকতে পারবেন না। বিচারপতি ডিকে জৈনের আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকরী করা হবে। ফলে সৌরভ, শচীন, লক্ষ্মণদের একাধিক পদে কাজ করার সুযোগ বন্ধ হতে যাচ্ছে। বিসিসিআইয়ের এই নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তাদের যে কোন একটি পদ বেছে নিতে হবে। বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেয়া নতুন নীতিমালার ৩৮(৪) ধারার ‘স্বার্থের সংঘাত’ উপধারায় বলা হয়েছে, ‘কোন ব্যক্তি একই সঙ্গে এই পদগুলোর মধ্যে একাধিক পদে আসীন থাকতে পারবেন না (১) বর্তমান খেলোয়াড়, (২) নির্বাচক/ক্রিকেট কমিটির সদস্য, (৩) টিম ম্যানেজমেন্ট, (৪) ধারাভাষ্যকার, (৫) ম্যাচ পরিচালন কর্মকর্তা, (৬) প্রশাসক... (১৬) কোন ক্রিকেট একাডেমির মালিক।’
×