ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইকুয়েডরকে হারিয়ে শেষ আটে চিলি

প্রকাশিত: ০৯:২৫, ২৩ জুন ২০১৯

 ইকুয়েডরকে হারিয়ে শেষ আটে চিলি

স্পোর্টস রিপোর্টার ॥ ইকুয়েডরের বিপক্ষেও গোলের দেখা পেলেন এ্যালেক্সিস সানচেজ। বাংলাদেশ সময় শনিবার ভোরে কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে তার করা গোলের সৌজন্যেই চিলি ২-১ গোলে পরাজিত করে ইকুয়েডরকে। আর তাতেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে চিলি। অন্যদিকে টানা দুই ম্যাচ হারায় টুর্নামেন্ট থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় ইকুয়েডরের। কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে চিলি। সমান দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তিনে রয়েছে জাপান। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। শুধু তাই নয়, ২০১৫ এবং ২০১৬ সালের ‘বিশেষ’ এই টুর্নামেন্টে টানা দুইবার শিরোপা উঁচিয়ে ধরে তারা। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই মুকুট ধরে রাখার লড়াইয়ে এবারও দুর্দান্ত ভিদাল-সানচেজরা। সেই লক্ষ্যে জয় দিয়েই কোপার মিশন শুরু করেছিল তারা। শনিবার দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয় চিলিয়ানরা। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের অষ্টম মিনিটেই প্রথম এগিয়ে যায় তারা। দারুণ এক গোলে চিলির সমর্থকদের প্রথম উৎসবের উপলক্ষ এনে দেন হোসে ফুয়েনজালিদা। কর্নার থেকে উড়ে আসা বল ইকুয়েডরের রক্ষণভাগ বিপদমুক্ত করতে ব্যর্থ হয়। এরপর জোরালো ভলিতে প্রতিপক্ষের জালে জড়ান এই চিলিয়ান মিডফিল্ডার। তবে এগিয়ে যাওয়ার এই উচ্ছ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কোপা আমেরিকার দুইবারের চ্যাম্পিয়নরা। ২৬ মিনিটেই যে সমতায় ফেরে ইকুয়েডর। ডি-বক্সের ভেতরে ঝেগসন মেন্দেজকে ফেলে দেন চিলির গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াস। এর ফলে পেনাল্টি পায় ইকুয়েডর। স্পট-কিক থেকে খুব সহজেই চিলির জালে বল জড়ান স্ট্রাইকার এন্নার ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের পরের সময়টাতে অবশ্য কোন গোলের দেখা পায়নি আর কেউ। যে কারণে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেই জলে ওঠে চিলি। এবার নায়ক দলের অভিজ্ঞ স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজ। ম্যাচের ৫০ মিনিটে ডানপ্রান্ত থেকে চার্লস আরাঙ্গুইজের ক্রসে ডি-বক্সের ভেতরে বল পেয়ে মাপা শটে ইকুয়েডরের গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গুয়েজকে পরাস্ত করেন সানচেজ। অথচ ক্লাব ফুটবলে খুব বাজে সময় পার করছেন এই চিলিয়ান স্ট্রাইকার। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গত মৌসুমেও নিষ্প্রভ ছিলেন তিনি। কিন্তু জাতীয় দলের পোশাক গায়ে জড়াতেই ছন্দে ফিরেছেন সানচেজ। ২০১৮-১৯ মৌসুমে ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে মোট ২০ ম্যাচে মাঠে নেমেছিলেন সানচেজ। এই সময়ে গোলের দেখা পেয়েছিলেন মাত্র একবার! সেই হতাশাজনক অধ্যায় পেছনে ফেলে কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচেই দুটি গোল পেয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই চিলিয়ান স্ট্রাইকার। চিলি-ইকুয়েডর ম্যাচের রোমাঞ্চ অবশ্য তখনও শেষ হয়ে যায়নি। ৮৯ মিনিটে কনুই দিয়ে আর্তুরো ভিদালের মুখে আঘাত করে বসেন ইকুয়েডরের ডিফেন্ডার গ্যাব্রিয়েল এ্যাকিলিয়ের। এর ফলে সরাসরি লালকার্ডের দেখা পান তিনি। যে কারণে ১০ জনের দল নিয়েই বাকি সময়টা খেলতে হয় তাদের। ইকুয়েডরের বিপক্ষে এই জয়ের ফলে শীর্ষে অবস্থান করছে চিলি। তাদের পর ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে কোপা আমেরিকার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ২ ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অতিথি দল জাপান। সবার নিচে থাকা ইকুয়েডরের নামের পাশে কোন পয়েন্ট নেই।
×