ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরের দক্ষিণাঞ্চলের ৬ উপজেলাভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি

প্রকাশিত: ০৯:১৭, ২৩ জুন ২০১৯

 দিনাজপুরের দক্ষিণাঞ্চলের ৬ উপজেলাভিত্তিক  অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি

শ.আ.ম হায়দার ॥ উত্তরের অবহেলিত জনপদ দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের ৬ উপজেলা নিয়ে আরেকটি নতুন জেলা ও অর্থনৈতিক অঞ্চল (ইকনোমিক জোন) গঠন সময়ের দাবি। এ এলাকার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রয়েছে খনিজ সম্পদের রত্নভান্ডার। পার্বতীপুরে রয়েছে রেলের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। দীর্ঘদিন পরে ঐতিহ্যবাহী ৪ লাইনে জংশন স্টেশনটি ২শ’ কোটি টাকায় রি-মডেলিংয়ের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এছাড়াও সৈয়দপুর বিমান বন্দর পার্বতীপুরের সীমানা পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে। ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে জ¦ালানি তেল আমদানির লক্ষ্যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণ প্রকল্প কার্যক্রম পার্বতীপুর উপজেলা হলরুমে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সূত্রমতে ভারতের শিলিগুড়ি নুমানীগড় রিফাইনারি পয়েন্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল আসবে। ভারত অংশে পাইপ লাইনের দৈর্ঘ্য ১৩০ কি.মি. ও বাংলাদেশ অংশে ১২৫ কি.মি.। পাইপ লাইনের ব্যাস ১০ ইঞ্চি। জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের গ্রান্ট ইন প্রোগ্রামের ভারতের ৩০৩ কোটি রুপী ও বাংলাদেশের ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছেন বিপিসি ও নুমানীগড় রিফাইনারি লিমিটেড। প্রচলিত সরবরাহ ব্যবস্থার পরিবর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলে দ্রুত, সুষ্ঠু, সহজ ও ব্যয় সাশ্রয়ী উপায়ে ডিজেল সরবরাহ। প্রসঙ্গত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গত টার্মে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দেয়ার সময় এ এলাকায় জেলা করার গণমানুষের দাবির কথা তুলে ধরে বলেছেন, পার্বতীপুর-ফুলবাড়ী সংসদীয় আসনের মানুষ পরপর ৬ বার ধরে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আসছেন। উত্তরাঞ্চলের দিনাজপুর অবহেলিত, তার চেয়ে এ এলাকা আরও অবহেলিত। সেটা এই অর্থে, যোগাযোগ ও দূরত্বের কারণে এলাকাবাসীকে জেলা শহরে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এখানে রয়েছে বড়পুকুরিয়া কয়লাখনি ও কঠিন শিলা খনি প্রকল্প। আমাদের নিজস্ব কয়লা দিয়ে পার্শ্বেই ২৭৫ মে. ও কয়লাভিত্তিক তাপবিদ্যুত চলে। ফুলবাড়ীতে আরেকটি কয়লাখনি। নবাবগঞ্জের কয়লাখনিটিও বাস্তবায়ন হচ্ছে। আমাদের সবকিছুই আছে । তাই পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই ৬ উপজেলা নিয়ে নতুন জেলা করার জন্য এই মুহূর্তে আমার বক্তৃতায় নিজেই যোগ করে দিলাম। দাবি জানালাম, মাননীয় প্রধানমন্ত্রী ও মহান জাতীয় সংসদে এলাকাবাসীর পক্ষে। এদিকে ২০০৬ সালে স্থানীয়দের আন্দোলনের কারণে ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মধ্যে। এক্ষেত্রে ভূমি প্রতিমন্ত্রী থাকাকালীন ২০১২ সালের ৮ ডিসেম্বর চ্যানেল আইয়ের সৌজন্যে দিনাজপুরে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে তিনি (মোস্তাফিজুর রহমান) তার ভূমিকা ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে বলেন, বিষয়টি স্পর্শ কাতর, এ নিয়ে জাতীয় পর্যায়ে অনেক বিতর্ক আছে। তারপরও এ এলাকার প্রতিনিধি হলেও আজ পর্যন্ত এ জাতীয় সংলাপে বা আলোচনায় আমাকে কোনদিন ডাকা হয়নি। আপনারা ডেকেছেন, এই সুযোগে আমি এ বিষয়ে বলব। তিন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়ে ১০ লক্ষ লোক উদ্বাস্তু হওয়ার কথা বলা হচ্ছে। যারা বলছেন, তারা এ ধরনের তথ্য কোথায় পেলেন? খনি বাস্তবায়ন হবে ৬ কিলোমিটার স্থানের মধ্যে। তাই যদি হয় তবে এই পরিমাণ জায়গায় কি ১০ লক্ষ লোক বাস করে ? পার্বতীপুর ও ফুলবাড়ী দুই উপজেলা মিলেও তো এত লোক হবে না। এ ধরনের ভুল তথ্য দেশবাসীকে দেয়া হচ্ছে। অনেকেই বিশেষজ্ঞ না হয়েও বিশেষজ্ঞের মতো কথা বলছেন। ওপেন মাইনিং না আন্ডারগ্রাউন্ড তা সরকারকেই ভাবতে হবে। ফুলবাড়ীর কয়লার বিষয়ে সিদ্ধান্ত নিতে আমি কেবিনেট মিটিংয়ে বলেছি। ওপেন মাইনিংয়ে ৮৫ শতাংশ আর আন্ডারগ্রাউন্ডে মাত্র ১৫ শতাংশ কয়লা উঠবে। তাহলে আন্ডারগ্রাউন্ড পদ্ধতিতে ৮৫ শতাংশ কয়লা চিরদিনের জন্য কবর হয়ে যাবে। আমাদের দেশের রিসোর্স আমরা মোর্বিলাইজ করতে পারব না। বিশেষজ্ঞরাই বলছে ফুলবাড়ীর অপেন মাইনিংয়ে কয়লায় উৎপাদিত ৫ হাজার মে.বা বিদ্যুত জাতীয় গ্রিডে যাবে। চলবে ৫০ বছর ধরে। এতে জাতীয়ভাবে কত বিনিয়োগ আর কত কর্মসংস্থান হবে সে বিষয়টি তো আছেই। শুধু ওপেন মাইনিং কেন, আন্ডারগ্রাউন্ডেও যে ক্ষতি হয় তার উদাহরণ বড়পুকুরিয়া কয়লাখনি। প্রজেক্ট কস্ট কমাবার জন্য মূল প্রপোজালে ল্যান্ডের ক্ষয়ক্ষতির হিসেব ধরা ছিল না। কয়লা উত্তোলনকালে যখন পার্শ্ববর্তী ল্যান্ডে ৮-১০ ফুট গর্ত হওয়া শুরু হলো, তখন ওই জমিগুলো অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্তদের জিওবি তহবিল থেকে ১৯০ কোটি টাকা বিতরণ করা হয়। এখানেও ৬ বর্গকিলোমিটার স্থানে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনবোধে বড়পুকুরিয়ার চেয়ে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। আর রয়েলেটি কত হবে, সেটি সরকারের বিষয়। কয়লা নীতির দোহাই দিয়ে ক্ষতির কথা বলা হচ্ছে। তাহলে সিলেটের গ্যাসফিল্ডে কি আগুন লাগছে না? তারপরও কি সেখানে কাজ বন্ধ আছে? এমনিভাবে উত্তরবঙ্গ বিশেষ করে এ অঞ্চলের মানুষকে দাবিয়ে রাখতে ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। যে দল দেশের নেতৃত্ব করছে, আগামীদিনে যারা করবে, যে সরকারেই আসুক না কেন তারা কয়লাখনির বিষয়ে সিদ্ধান্ত নিলে আমি তার পক্ষে থাকব বলে জানান। এ সংলাপে মন্ত্রী মোস্তাফিজুর রহমান ছাড়াও দিনাজপুর জেলা বিএনপির লূৎফর রহমান মিন্টু, ফুলবাড়ী আন্দোলনের নেতা আমিনুল ইসলাম বাবুল বেসরকারী সংস্থা ব্লাস্টের জেলা সমন্বয়ক সিরাজুম মুনিরাসহ এলাকার সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এলাকার উন্নয়নের কথা ভাবেন এমন বিশিষ্টজনেরা জেলা ঘোষণা দাবির সঙ্গে যুক্ত করেছেন অর্থনৈতিক অঞ্চল গঠন। নবগঠিত জেলার মধ্যে ইপিজেড আদলে অর্থনৈতিক অঞ্চল গঠিত হলে নিশ্চয়ই এর পজেটিভ প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। এলাকা আলোকিত হবে। এছাড়াও মিনারেল রিসোর্সের (খনিজ সম্পদ) কারণে খনি এলাকায় যদি খনিজ সম্পদ গবেষণা কেন্দ্র স্থাপিত হলে তো সোনায় সোহাগা। অপরপক্ষে খনিসহ অনান্য প্রতিষ্ঠানগুলোর অবস্থান পার্বতীপুরে। সে কারণে তাৎক্ষণিক তদারকি পরিচালনা ও নিয়ন্ত্রণ করা ছাড়াও ট্রেন, সড়ক ও বিমান যোগাযোগের সুবিধার জন্য জেলা ও অর্থনৈকিত অঞ্চলের প্রশাসনিক প্রধান কার্যালয় পার্বতীপুরে হওয়ার কথা বলেছেন অভিজ্ঞ মহল।
×