ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৮:৫৯, ২৩ জুন ২০১৯

 বাগেরহাটে মুক্তিযোদ্ধার  জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন আকনের বিরুদ্ধে ধানের জমি দখলের অভিযোগ করেছেন স্থানীয় এক মুক্তিযোদ্ধা। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে জমি মালিক ও মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন আকন সংবাদ সম্মেলন করে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেন। তবে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন আকন ওই জমি তার দাদা খবির উদ্দীন আকনের নামে বলে দাবি করেছেন। লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা রুহুল আমিন আকন বলেন, ২০০৩ সালের ২৭ মে মহারাজ তালুকদার ও লিটন তালুকদারের কাছ থেকে প্রায় একশ ২০ শতক জমি কেনেন। সেই থেকে তিনি এই জমি ভোগ দখল করে আসছেন। গত ১৭ জুন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দীন আকনের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক আমার ওই জমি অবৈধভাবে দখল করে ২৬টি সীমানা পিলার বসিয়ে দিয়েছেন।
×