ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৮:৫৫, ২৩ জুন ২০১৯

 অপহৃত মেয়েকে  ফিরে পেতে সংবাদ  সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ তাড়াশে অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা ও মা। শনিবার দুপুরে তাড়াশ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপহৃত স্কুলছাত্রী ছায়মা জান্নাত হাসির (১৩) মা ও উপজেলার বারুহাস গ্রামের হাসেম খানের স্ত্রী কলি খাতুন। বক্তব্যে তিনি বলেন, তার একমাত্র মেয়ে ঢাকা স্টারলিট গ্রামার স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী ছায়মা ও ছেলে হিমেলকে নিয়ে পাঁচ বছর ধরে ঢাকার পল্লবীতে বসবাস করেন। সেখানে তিনি ক্ষুদ্র পরিসরে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এ সময় গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার কলিগ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী অসিমের ছেলে সিবাস্তিন, সজল ও সজলের স্ত্রী সিপ্রা তার মেয়েকে অপহরণ করেন। ওই সময় অপহরণকারীদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি জিডি করেন তিনি। জিডি নং-১০৫৪। পরে ২ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে পল্লবী থানার মাধ্যমে মোকছেদপুর থানার সহযোগিতায় মেয়েকে অসুস্থাবস্থায় ফিরে পান। এরপর তিনি মেয়ের নিরাপত্তার স্বার্থে তার নানার বাড়ি তাড়াশ উপজেলার ওয়াশিন গ্রামের ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি করান। সেখানে পড়ালেখা অবস্থায় ১৩ এপ্রিল সিবাস্তিন গং তার মেয়েকে আবারও অপহরণ করে। তিনি তাড়াশ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিতে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে সিরাজগঞ্জ আদালতে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
×