ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুদ্রার পিরামিড

প্রকাশিত: ০৮:৩৯, ২৩ জুন ২০১৯

 মুদ্রার পিরামিড

মার্কিন নাগরিক কোরি নিয়েলসন মুদ্রা দিয়ে পিরামিড তৈরি করে গিনেজবুকে জায়গা করে নিয়েছেন। এতদিন এই রেকর্ড লিথুয়ানিয়ার দখলে ছিল। পিরামিডটি তৈরিতে কোরি নিয়েলসন মোট ১০ লাখ ৩০ হাজার তিনশ ১৫টি মুদ্রা ব্যবহার করেছেন। মুদ্রাগুলো সংগ্রহ করতে তার সময় লেগেছে তিন বছর। পিরামিডটির উচ্চতা ৪৪ দশমিক ছয় ইঞ্চি। গিনেজ বুক কর্তৃপক্ষ বলেছে, নিয়েলসনের এই শখ সত্যিই অনন্য সাধারণ। তিনি ধৈযসহকারে মুদ্রাগুলো সংগ্রহ করে সবাইকে চমকে দিয়েছেন। কোরি নিয়েলসন বলেন, মুদ্রা সংগ্রহ করা আমার অন্যতম শখ। -সিএনএন
×