ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোচনার জন্য আস্থার পরিবেশ তৈরি করুন

প্রকাশিত: ০৮:৩৯, ২৩ জুন ২০১৯

  আলোচনার জন্য  আস্থার পরিবেশ  তৈরি করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মাদ কোরেশিকে চিঠি দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিয়ে এই প্রথম পরমাণু সমৃদ্ধ চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন। সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল বিজয় পাওয়ায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোদিকে চিঠি দিয়ে অভিনন্দন জানান ও শান্তি স্থাপনে দেশটির সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে ইমরানকে মোদি বলেন, আলোচনার জন্য প্রথমে ইসলামাবাদের উচিত আস্থার পরিবেশ তৈরি করা। পাশাপাশি বলেন, আমরা পাকিস্তানের জনগণের উন্নতি ও সমৃদ্ধি আশা করি। খবর ডন ও এনডিটিভি অনলাইনের। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানান, আমরা ভারতের এই চিঠিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। শাহ মুহাম্মাদ কোরেশি বলেছেন, আমি প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি সুব্রমনিয়াম জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করবেন। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক সূত্র জানান, মোদি ও জয়শঙ্কর উভয়ে পাকিস্তানের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা চেয়েছেন। চিঠিতে বলা হয়, ভারত তার কাছে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে অত্যন্ত স্বাভাবিক ও সহযোগিতামূলক সম্পর্ক আশা করে।
×