ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ মিনিট আগে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:৩৮, ২৩ জুন ২০১৯

 ১০ মিনিট আগে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। কারণ, ইরানের মার্কিন গ্লোবাল হক সামরিক ড্রোন ভূপাতিত করার সামঞ্জস্যপূর্ণ জবাব হতো না এই হামলা। মার্কিন ড্রোন ভূপাতিত করার বিষয়ে ইরানের যুক্তি হচ্ছে এটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল। তবে এ যুক্তিকে প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। এর আগে কয়েকটি তেলবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দোষারোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সে অভিযোগ অস্বীকার করে ইরান। এর পর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে গুরুতর এ ঘটনার জবাব দিতে চাপের মুখে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, বৃহস্পতিবার রাতে ইরানের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু হামলা শুরুর নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি জিজ্ঞেস করলাম, কতজন মারা যাবে? এক জেনারেল জবাব দিলেন, স্যার, ১৫০ জন। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে, একটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করার সামঞ্জস্যপূর্ণ জবাব হবে না এটি। শুক্রবার সকালে হোয়াইট হাউসে এনবিসির ‘মিট দ্য প্রেসে’ ট্রাম্পের সাক্ষাতকারের ভিন্নভাবে ছাপানো অংশ অনুসারে, ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানোর চূড়ান্ত অনুমোদন দেননি তিনি। এর ফলে কোন বিমান আকাশে ওড়েনি। মার্কিন গ্লোবাল হক নজরদারি বিমান ইরানের ভূপাতিত করার প্রাথমিক জবাবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধংদেহী স্বরে কথা বলেন। কিন্তু যখন এ ঘটনায় সরাসরি সংঘাতের আশঙ্কা দেখা দেয় তখন উত্তেজনা কমানোর চেষ্টা করেন ট্রাম্প। ড্রোন ভূপাতিত করার পর শুক্রবার ইরান তাদের সীমান্ত সুরক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে। ইরানের বিপ্লবী বাহিনীর এক কমান্ডার বলেন, ভূপাতিত করার আগে ওমান উপসাগরে বিমানটিকে দুবার সতর্ক সঙ্কেত দেয়া হয়। ইরান যদি সমঝোতায় রাজি না হয় তবে হামলার বিষয়ে ওমানের মাধ্যমে ইরানকে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছিলেন বলে যে তথ্য পাওয়া গেছে সেটা অস্বীকার করেছে দেশটি। ইরানের বিষয়ে মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ইরানের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ প্রত্যাখ্যানের অভিযোগ করেন। ব্রায়ান হুক সৌদি আরবে সাংবাদিকদের বলেন, কূটনীতিকে কূটনীতির মাধ্যমেই সমাধান করা প্রয়োজন ইরানের। সামরিক শক্তি দিয়ে নয়। ইরানের সঙ্গে যুদ্ধ চাই না ॥ তেহরান-ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ বাধলে ‘পরিণতি ভয়াবহ হবে’ বলেও সতর্ক করেছেন। আমি যুদ্ধ চাই না; কিন্তু যদি বেধেই যায় তাহলে এমন ধ্বংসযজ্ঞ হবে যা আপনারা আগে দেখেননি। আমি তা করতে চাই না, বলেছেন তিনি। মার্কিন ড্রোন ভূপাতিত করার পাল্টায় ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েও শেষ মুহূর্তে পিছু হটার একদিনের মাথায় ট্রাম্প তেহরানের সঙ্গে যুদ্ধে তার অনাগ্রহের বিষয়টি ফের ব্যক্ত করলেন।-এএফপি
×