ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২১, ২২ জুন ২০১৯

নেত্রকোনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার জেলা সদরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মোক্তারপাড়া সড়কে বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ আটটি নারী, শিশু ও মানবাধিকার সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন: প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, এ্যাডভোকেট দিলুয়ারা বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার, পল্লব চক্রবর্তী, মানবাধিকার কর্মী আরিফ খান, মৃণাল কান্তি চক্রবর্তী, তোফায়েল খান প্রমুখ। জানা গেছে, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত ১০ জুন বারহাট্টা থানায় প্রধান শিক্ষক আইন উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। ওই মামলার পর আইন উদ্দিনের আরও অনেক কুকীর্তি ফাঁস হয়। দিনের পর দিন তিনি ওই বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে আসছিলেন। মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে জেলায় হঠাৎ করে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা ন্যায় বিচারের স্বার্থে প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার, দ্রুত সময়ের মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করার দাবি জানান।
×