ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ব্যাপারে ভারতকে কার্তিকের সতর্কবার্তা

প্রকাশিত: ১০:৩৯, ২২ জুন ২০১৯

 বাংলাদেশের ব্যাপারে ভারতকে কার্তিকের সতর্কবার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিশ্বকে চমক উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ৩৩০ রানের ইনিংস গড়ে ২১ রানের জয় তুলে নেয়। এরপর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে তিন শতাধিক রান করতে না পারলেও লড়াই করেছেন মাশরাফি বিন মর্তুজারা। তবে সর্বশেষ দুই ম্যাচে আরেকবার টাইগারদের পারফর্মেন্সে নড়ে চড়ে বসেছে সবাই। ‘ডু অর ডাই’ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য পরে ব্যাট করে টপকে গেছে এবং শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮২ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমেও হাল ছাড়েনি। নিজেদের ওয়ানডেতে সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩৩ রান তুলেছে। শেষ পর্যন্ত অসিদের কাছে হেরে যাওয়াতে পরের তিন ম্যাচে আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। তবেই সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশাটা থাকবে। দুরন্ত বাংলাদেশকে দেখে ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক সতীর্থদের সতর্কবার্তা দিয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশী ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন তিনি। আগামী ২ জুলাই নিজেদের অষ্টম ম্যাচে বার্মিংহ্যামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ইতোমধ্যে ৬ ম্যাচ শেষ হয়েছে তাদের। ৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের পঞ্চম স্থানে আছে মাশরাফিবাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছে তারা। কিন্তু প্রোটিয়াদের হারিয়ে যেভাবে শুরুটা করেছিল তাতে প্রতিপক্ষরা প্রমাদ গুনতে শুরু করেছিলেন। এরপর কিউইদের বিপক্ষে মাত্র ২৪৪ রান করেও শেষ পর্যন্ত লড়াই করে টাইগাররা। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ম্লান দেখা গেছে বাংলাদেশকে। ৩৮৬ রানের জবাবে ২৮০ রানেই গুটিয়ে গিয়েছিল সেদিন। তবে এরপর ক্যারিবীয়দের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে অবিস্মরণীয় এক জয় তুলে নেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বাধিক এবং বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় তুলে নেয়। ৩২২ রানের লক্ষ্যে ৫১ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতে নিজেদের নতুন পরাশক্তি হিসেবে প্রমাণ করে বাংলাদেশ। বৃহস্পতিবার গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৮১ রানের বিশাল সংগ্রহ গড়েও স্বস্তি পায়নি। এত বিশাল রানের চাপে অনেক বড় দলও দুমড়ে-মুচড়ে পড়ে যাওয়ার ইতিহাস আছে। কিন্তু টাইগাররা প্রায় পুরো সময় ভীতিকর ছিল অসিদের জন্য। শেষ পর্যন্ত অবশ্য ৮ উইকেটে ৩৩৩ রান করে ৪৮ রানের পরাজয়বরণ করে। তবে এ সবই প্রমাণ করেছে দল হিসেবে বাংলাদেশের সক্ষমতা। তাই সাবেক ভারতীয় ক্রিকেটার মুরালি কার্তিক বিরাট কোহলিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় লড়াই অন্য এক মাত্রা পেয়েছে। দু’দলের মধ্যে গত কয়েক বছরে বেশ কয়েকটি আলোচিত লড়াই হয়েছে। এবার বিশ্বকাপেও বাংলাদেশ মরণ কামড় দিতে উন্মুখ হয়ে থাকবে। কারণ এই মুহূর্তে টাইগারদের জয় ছাড়া কোন বিকল্প নেই। এখন পর্যন্ত টাইগারদের পারফর্মেন্স প্রমাণ করেছে রান তাড়া করার ক্ষেত্রে দুর্দান্ত তারা। এ বিশ্বকাপেই তা টের পেয়েছে ক্রিকেট বিশ্বের শক্তিশালী দলগুলো। তাই আগে ব্যাটিং করে বড় রান ছুড়ে দিয়ে বাংলাদেশের বিপক্ষে স্বস্তিতে থাকার কোন অবকাশ দেখছেন না ভারতের সাবেক বাঁহাতি লেগস্পিনার কার্তিক। তিনি বলেন, ‘ভারত যদি মনে করে ব্যাটিং তাদের শক্তির জায়গা আর আমরা টসে জিতে ব্যাটিং করে একটা স্কোর দাঁড় করালাম। বাংলাদেশের ফর্ম দেখে হয়তো ভিন্ন চিন্তা করতে হবে। দলগুলো খেয়াল করবেই। বাংলাদেশ এই বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্মেন্স দিচ্ছে। যেই আসছে, সবাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে। আজ রিয়াদ এসে যেভাবে খেলল, এক কথায় অসাধারণ।’ পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম অবস্থানে আছে দলটি। হাতে থাকা বাকি তিনটি ম্যাচ জিততে হবে টাইগারদের।
×