ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্বার ভারতের সামনে দুর্বল আফগানিস্তান

প্রকাশিত: ১০:৩৮, ২২ জুন ২০১৯

 দুর্বার ভারতের সামনে দুর্বল আফগানিস্তান

শাকিল আহমেদ মিরাজ ॥ বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্মেন্সে উড়ছে বিরাট কোহলির দল। চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের চারে থাকা ভারত একে একে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে, মাঝে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সেরা তিনে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড যথাক্রমে ছয় ও পাঁচটি করে ম্যাচ খেলেছে। সেখানে এক ম্যাচ কম খেলা ভারত এখনও অপরাজিত। দারুণ ছন্দে থাকা কোহলিবাহিনীর প্রতিপক্ষ আজ দুর্বল আফগানিস্তান। যারা পাঁচ খেলায় এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। শেষ ম্যাচে তো রশীদ খান-মোহাম্মদ নবীদের ছাতু বানিয়ে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছিল ইংলিশরা। গড়েছিল ৩৯৭ রানের পাহাড়, এক ইয়ন মরগানই হাঁকিয়েছিলেন ১৭ ছক্কা, ম্যাচে ২৫টি- উভয় ক্ষেত্রে যা নতুন বিশ্বরেকর্ড। সেই ধাক্কার রেস না কাটতেই আজ আরেক পরাশক্তি ভারতের মুখোমুখি গুলবাদিন নাইবের দল। সাউদাম্পটনে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়। ১২তম বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত এবার সত্যি দারুণ ক্রিকেট খেলছে। টুর্নামেন্ট শুরু হয়েছিল ৩০ মে। কিন্তু ভারত মিশন শুরু করে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। যেখানে আগেই টানা দুই হারে বিধ্বস্ত প্রতিপক্ষ প্রোটিয়ারা। হেডিংলিতে দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২২৭/৯ থামিয়ে দিয়ে ৪৮তম ওভারেই ভারত তুলে নেয় ৬ উইকেটের বড় জয়। সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মা (১২২)। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলিবাহিনী কেমন করে সেটি দেখতে মুখিয়ে ছিল সবাই। এবারের আসরে যেটিকে বলা হচ্ছিল প্রথম ‘হাইভোল্টেজ’ ম্যাচ। কেনিংটন ওভালে সেদিন ৫ উইকেটে ৩৫২ রানের পাহাড় গড়ে ভারত। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান শিখর ধাওয়ান (১১৭)। যদিও ইনজুরির কারণে এরপরই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই তারকা ওপেনার। জবাবে শেষ বলে অলআউট অস্ট্রেলিয়া থামে ৩১৬ রানে। বড় ম্যাচে ৩৬ রানের দারুণ জয়ে দাপট অব্যাহত রাখে কোহলির দল। তিনটি করে উইকেট নেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। তবে বৃষ্টির কারণে ভারত-নিউজিল্যান্ড আরেক ‘হাইভোল্টেজ’ ম্যাচটা পরিত্যক্ত হয়। সর্বশেষ বহুল আলোচিত ম্যাচে চিরশত্রু পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিজয় শঙ্কর, হারদিক পান্ডিয়া, যুবেন্দ্র চাহালরা। ওল্ডট্র্যাফোর্ডে রোহিতের (১৪০) টানা দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৩৩৬ রানের বড় স্কোর গড়ে ভারত। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪০ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩০২ রান। সরফরাজ আহমেদদের ২১২/৬-এ থামিয়ে দিয়ে ৮৯ রানের বড় জয়ে মাঠ ছাড়ে সুপার কোহলিবাহিনী। ধাওয়ানের অনুপস্থিতিতে এদিন রোহিতের সঙ্গে ওপেনিং নেমে ৫৭ রানের দারুণ এক ইনিংস উপহার দেন লোকেশ রাহুল। তবে সমস্যা তৈরি হয় চার নম্বর পজিশন নিয়ে। কারণ ধাওয়ান-রোহিত ওপেন করায় রাহুল অথবা বিজয় শঙ্কর ওই পজিশনে বিকল্প ছিলেন। যদিও শুরুর ব্যাটসম্যানরা বড় স্কোর পাওয়ায় আগের দুই ম্যাচেই হারদিক পান্ডিয়াকে চারে খেলানো হয়। ফটকাটা দারুণ কাজেও লাগে। কিন্তু শুরুতে উইকেট পড়ে গেলে কাকে চারে খেলানো হবে সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েই গেছে। যদিও ধাওয়ানের পরিবর্তে তরুণ ঋষভ পন্থকে এরই মধ্যে ইংল্যান্ডে উড়িয়ে নেয়া হয়েছে। অনুশীলনে ক্রেজি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে নিয়ে আলাদা কাজও করেছেন কোচ রবিশাস্ত্রী। তাকে নিয়ে ভারত দলে এখন মোট উইকেটরক্ষক তিনজন। মহেন্দ্র সিং ধোনি যেখানে অটোমেটিক চয়েজ। আর অভিজ্ঞতার বিচারে আগে থেকেই দলের সঙ্গে আছেন দীনেশ কার্তিক। ওপেনিংয়ে রোহিতের সঙ্গী লোকেশ রাহুল। কিন্তু ঝামেলা আরও বাড়িয়েছে বিজয় শঙ্করের চোট। যদিও সেটি গুরুতর নয় বলেই শোনা যাচ্ছে। সুতরাং একাদশে দীনেশ কার্তিকের ফেরা অথবা ঋষভ পন্থের আজ বিশ্বকাপ অভিষেকটা প্রায় নিশ্চিত। প্রতিপক্ষ যেহেতু আফগানিস্তান, আজ হয়তো ভারতীয় একাদশে অনেক অদল-বদল দেখা যেতে পারে। তবে শঙ্কর পুরোপুরি ফিট না হলে পরের ম্যাচগুলোতে কি হবে সেই প্রশ্ন থাকছেই। পরের দুই ম্যাচে কোহলিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ফেরা যাক আফগানিস্তানের দিকে। বিশ্বকাপের আগে দলটির বড় তারকা রশীদ খান বলেছিলেন, তারা যে আর কাগুজে বাঘ নয়, এবার সেটিই প্রমাণ করতে চান। কিন্তু বড় মঞ্চে হালে পানি পাচ্ছে না দলটি। একে একে হেরেছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে। সর্বশেষ ইংলিশদের কাছে রীতিমতো লজ্জায় ডোবে আফগানরা। ওল্ডট্র্যাফোর্ডে সেদিন ৬ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটিই তাদের দলীয় সর্বোচ্চ রান। মাত্র ৭১ বলে ৪ চার ও ১৭ ছক্কায় ১৪৮ রান করেন অধিনায়ক ইয়ন মরগান। গড়েন ব্যক্তিগত ইনিংসে ছক্কার নতুন রেকর্ড। ৯ ওভারে রশীদ খান দেন ১১০ রান। এটিও বিশ্বকাপ ইতিহাসে খরুচে বোলিংয়ের রেকর্ড। ২৪৭/৮-এ থেমে গিয়ে আফগানদের হার ১৫০ রানে। সেই লজ্জা সঙ্গী করে গুলাবাদিনের দল আজ দুর্ধর্ষ ভারতের মুখোমুখি হচ্ছে। দু’দল এ পর্যন্ত দুটি মাত্র ওয়ানডেই খেলছে। দুটিই এশিয়া কাপে। ২০১৪ সালে ঢাকায় প্রথম দেখায় কোহলির ভারত জিতেছিল ৮ উইকেটে। সর্বশেষ আমিরাতে গত এশিয়া কাপে (২০১৮) ২৫৮ রানের পুঁজি নিয়েও ম্যাচ টাই করেছিল আফগানিস্তান। অধিনায়ক কোহলির বিশ্রামের বিষয়টি বাদ দিলে সেদিন ভারত কিন্তু পূর্ণশক্তিরই ছিল। সেটিই হতে পারে আফগানদের একমাত্র প্রেরণা।
×