ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর মতো সৌম্য!

প্রকাশিত: ১০:৩৭, ২২ জুন ২০১৯

 রোনাল্ডোর মতো সৌম্য!

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলারদের মতো ক্রিকেটারদের সেলিব্রেশন দারুণ রঙচঙে হয় না সাধারণত। তথাপি মাঝে মধ্যে নজরে পড়ে যায় এক একজনের বিশেষ রকমের উদযাপন। ইমরান তাহিরের যেমন লম্বা দৌড়। এবারের বিশ্বকাপে বৃহস্পতিবার আলাদা করে নজর কাড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকারও। হ্যাঁ, অস্ট্রেলিয়ার অধিনায়ক এ্যারন ফিঞ্চকে সাজঘরে ফেরত পাঠিয়ে সৌম্য সরকার যে রকম সেলিব্রেশন করেন তা সাধারণত করে থাকেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষের বিপক্ষে গোল করে শূন্যে লাফানোর পর দুই পা ফাঁক করে সিআর সেভেনের দাঁড়ানোর আইকনিক সেলিব্রেশনই যেন এদিন নকল করলেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার বাংলাদেশের নিয়মিত বোলাররা যেখানে মার খেয়ে যাচ্ছিলেন সেখানে ব্যতিক্রম ছিলেন সৌম্য। বাংলাদেশের সমর্থকদের অবাক করে প্রতিপক্ষের মূল্যবান তিন উইকেট যে তুলেন নেন এই ওপেনার। অসিদের উইকেট নেয়ার পর তার আনন্দ-উল্লাসও ছিল দেখার মতো। ২১তম ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এ্যারন ফিঞ্চের গুরুত্বপূর্ণ উইকেট নেয়ার পরও বাঁধনধারা উদযাপনে মেতে ওঠেন বাংলাদেশের এই অলরাউন্ডার। রোনাল্ডোর বিখ্যাত স্টাইলে উইকেট লাভের উদযাপন করা সৌম্য সরকারের এই ছবি সঙ্গে সঙ্গে আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে। শুধু তাই নয়, সৌম্য’র ছবির পাশে জুড়ে দেয়া হয় জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টারের দুই ছবিও। সৌম্য সরকারের এমন উদযাপনের প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ আবারও সমালোচনাও করেছেন। সমালোচকদের দাবি, রোনাল্ডোর উদযাপনের ধারে কাছেও নেই নাকি সৌম্য’র উদযাপন। বল হাতে চমক দেখানো সৌম্য সরকার এদিন ব্যাট হাতে সুবিধে করতে পারেননি। মাত্র ১০ রান করেই যে তামিম ইকবালের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে রান আউটের শিকার হয়ে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান।
×