ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার যোগ্য সাকিব’

প্রকাশিত: ১০:৩৬, ২২ জুন ২০১৯

 ‘সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার যোগ্য সাকিব’

রুমেল খান ॥ একটি পরীর মতো ফুটফুটে কন্যার মা তিনি। বয়স ২৮। স্বামী সাবেক জাতীয় তারকা শাটলার এবং বর্তমানে সফল কোচ এনায়েত উল্লাহ্ খান। এনায়েতের জীবনসঙ্গিনীও একজন তারকা শাটলার। তিনি খুলনার মেয়ে। শৈশবে স্কুলে পড়ার সময় ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল খেলতেন। স্কুলের গেম টিচার তাকে বলেছিলেন ‘তুমি ক্রিকেটটাও খেল।’ কিন্তু মাইগ্রেন সমস্যার কারণে ক্রিকেট নয়, ব্যাডমিন্টনকেই বেছে নেয় সেই মেয়েটি। যদি না নিত তাহলে কে জানে হয়তো আজ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের হয়ে ব্যাটে-বলে মাঠ মাতাতে পারতো সেই মেয়েটি। যার নাম এলিনা সুলতানা। সুদর্শনা এই ব্যাডমিন্টন খেলোয়াড় এবারের বিশ্বকাপের খেলা সেভাবে দেখতে পারেননি। জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপনে জাতীয় চ্যাম্পিয়নশিপে এককে দু’বার, দ্বৈতে ৪ বার এবং জাতীয় জুনিয়রে দ্বৈতে ১ বার চ্যাম্পিয়ন হওয়া এলিনা জানান, ‘এবার সেভাবে বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলো দেখতে পারিনি। শুধু বাংলাদেশের প্রথম আর শেষ ম্যাচটি দেখেছি।’ ঢাকায় বনশ্রীতে নিজের বাসায় বসে খেলা দুটি অবশ্য স্বামীকে সঙ্গে নিয়ে দেখতে পারেননি। দেখেছেন একমাত্র সন্তান মেয়ে আরশি খানকে (বয়স ৬) নিয়ে। ২০১০ ও ২০১৬ সাউথ এশিয়ান গেমসে দলগত তাম্রপদকের অধিকারী এলিনা মেয়েকে নিয়ে জানালেন মজার কথা, ‘আমার মেয়ে সাকিবের চরম ভক্ত। টিভিতে সাকিবের এ্যাড দেখলেই চিৎকার করে ওঠে ... মা আস, সাকিবকে দেখ! আর বাংলাদেশের খেলা শুরু হলে বারবার জিজ্ঞেস করে মা, আমরা কি জিতব, না হারব?’ দশ দলের মধ্যে বাংলাদেশ এখন আছে পয়েন্ট টেবিলে পাঁচে। বাকি তিন ম্যাচে তাদের যেমন জিততেই হবে, তেমনি তাদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর যে কোন একটিতে নিজেদের খেলায় হারতে হবে। এ প্রেক্ষিতেও লাল-সবুজের শেষ চারে দেখছেন ২০১৬ সালে নেপাল ওপেন ইন্টারন্যাশনাল সিরিজে মিশ্র দ্বৈতে এবং দ্বৈতে তাম্রজয়ী এলিনা, ‘বাংলাদেশের পক্ষে আফগানিস্তান ও পাকিস্তানকে হারানো সম্ভব। তবে কঠিন হবে ভারতকে হারানো। আমাদের ওই তিনটি ম্যাচেই ব্যাটিংয়ে-বোলিংয়ের জ্বলে ওঠাটা জরুরী। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ফিফটি করেছেন, তবুও তামিম এখনও তার সেরা বা স্বাভাবিক খেলাটা খেলেননি। আগের ম্যাচে বোলাররা তাদের লাইন-লেন্থ খুঁজে পাননি। ফলে অনিয়মিত বোলার সৌম্যকেই বোলিং করে উইকেট নিতে হয়। নিজেদের ত্রুটিগুলো শুধরে বোলারদের পরের ম্যাচগুলোতে সেভাবে বোলিং করা উচিত। মাশরাফিকে দায়িত্বশীল অধিনায়কত্ব করতে হবে। সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহার করতে হবে। আমি আশাবাদী বাংলাদেশ দল বাকি ম্যাচগুলোর সবই জিতবে।’ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড- এই চার দেশ সেমিতে খেলার জোর দাবিদার বলে মনে করেন ২০১৭ সালে নেপাল ওপেন ইন্টারন্যাশনাল সিরিজে দ্বৈতে তাম্রজয়ী এলিনা, ‘সেই সঙ্গে যোগ করতে হবে বাংলাদেশের নামটিও।’ সামার ওপেন র‌্যাঙ্কিং টুর্নামেন্টে এককে ৫ ও দ্বৈতে ৬ বার চ্যাম্পিয়ন এলিনার মতে, ‘আমাদের সাকিব আল হাসান এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি পাবার যোগ্য। সেরাদের মধ্যে সেরার লড়াইয়ে তিনিই জয়ী হবেন। তার ওপর আমার আস্থা আছে। তবে এ জন্য সতীর্থদের প্রয়োজনে স্যাক্রিফাইস করতে হবে সাকিবকে এই পুরস্কারটি পাবার ক্ষেত্রে।’ গত ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকে সমর্থন করেছিলেন বাংলাদেশের মধ্যে একক এবং দ্বৈতে কারেন্ট নাম্বার ওয়ান র‌্যাঙ্কিংধারী এবং বাংলাদেশ সেনাবাহিনীর শাটলার এলিনা। কারণটাও বেশ মজার, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেশ সুন্দর দেখতে! হি হি হি!’ ব্যাডমিন্টন কোচ হিসেবে ইতোমধ্যেই পাঁচটি কোচিং কোর্স করা এলিনার অতীতের প্রিয় ক্রিকেটারদের মধ্যে আছেন দুই পাকিস্তানী শোয়েব আক্তার এবং শহীদ আফ্রিদি। কারণ? ‘গতিময় বোলিংয়ের জন্য শোয়েবকে আর পাগলা ব্যাটিংয়ের জন্য আফ্রিদিকে ভাল লাগতো।’ এনালিনা ব্যাডমিন্টন একাডেমির (স্বামী এবং তার নামের আদ্যাক্ষর মিলিয়ে নামকরণ) চীফ এক্সিকিউটিভ অফিসার ও কোচ এলিনার (স্বামী এনায়েতের সঙ্গে যৌথভাবে) অধীনে কোচিং করে গত ফেব্রুয়ারিতে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে আন্তঃস্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্টে’। তিনি ইডেন মহিলা কলেজে প্রথম বিভাগে ফাইনান্স ও ব্যাংকিং-এ স্নাতকোত্তর করেন। ২০০২ সালে ব্যাডমিন্টন ক্যারিয়ার শুরু করা এলিনার আশা পূরণ করে মাশরাফিরা শেষ চারে যেতে পারে কি না সেটাই হচ্ছে দেখার বিষয়।
×