ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়ি কিনে পেলেন ঘাস

প্রকাশিত: ০৯:৫২, ২২ জুন ২০১৯

 বাড়ি কিনে পেলেন ঘাস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কার্ভাইল হোলনেস নামে এক ব্যক্তি অনলাইনে ছবি দেখে বাড়ি কেনার অর্ডার দিয়েছিলেন। দাম হিসেবে নয় হাজার এক শ’ ডলার শোধ করে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। ভেবেছিলেন সস্তায় বিশাল এক বাড়ির মালিক হয়ে গেছেন তিনি। তবে মালিকানা বুঝে নিতে গিয়েই দেখেন, ছবিতে দেখানো বাড়ি নয় বরং বাড়ির সামনে থাকা এক ফুট চওড়া জমি কিনেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম সান-সেন্টিনেল জানায়, কার্ভাইল অনলাইনে একটি নিলামে অংশ নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, বাড়ি কিনেছেন। আসলে তা নয়, বিক্রি হয়েছে ছবিতে দেখানো বাড়ির সামনের অংশের এক ফুট চওড়া ও এক শ’ ফুট লম্বা এক টুকরো জমি। ওই ব্যক্তি নিলামে নয় হাজার ডলারের বেশি পরিশোধ করলেও, জমিটুকুর প্রকৃত দাম মাত্র ৫০ ডলারের মতো। এ ঘটনায় ভুক্তভোগী কার্ভাইল প্রতারণার অভিযোগ তুললেও ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে এ দুর্দশা থেকে বাঁচানোর কোন আইনী ব্যবস্থা নেই। তিনি চুক্তির ফাঁদে পড়ে গেছেন। -ডেইলি মেইল
×