ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাকেরগঞ্জের ৪৪ আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদ

প্রকাশিত: ০৯:২৫, ২২ জুন ২০১৯

 বাকেরগঞ্জের ৪৪  আয়রন ব্রিজ  এখন মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ৪৪টি আয়রন ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলে এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। অধিকাংশ ব্রিজের আয়রন স্ট্রাকচার, ক্রস এঙ্গেল ও পাটাতন ভেঙ্গে পড়েছে। সূত্র মতে, উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্যম মহেশপুরের রুস্তুম আলী মাস্টার জানান, তার বাড়ির সামনের ব্রিজটি দিয়ে রামনগর, কাফিলা, আগুলকাটা, বাহাদুরপুরের প্রায় পাঁচ হাজার গ্রামবাসী যাতায়াত করেন। পাশাপাশি এ অঞ্চলের দুটি মাদ্রাসা, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পার হতে না পেরে অনেক দূরের পথ হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। তিনি আরও জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ভয়ে জনসাধারণ দীর্ঘদিন থেকে ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসী ভাঙ্গা পাটাতনে কলাগাছ ও সুপারি গাছ দিয়ে মেরামত করলেও তা টেকসই হচ্ছে না। মহেশপুর বাজার সংলগ্ন আয়রন ব্রিজটিরও একই অবস্থা। স্থানীয় বাসিন্দা নাসির তালুকদার জানান, ব্রিজের দু’পাশেই বাজার, প্রাথমিক বিদ্যালয়, আফসার উদ্দিন ডিগ্রী কলেজ, স্বাস্থ্য কেন্দ্র, ঐতিহ্যবাহী কুমারপাড়া, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক থাকায় মহেশপুর বাজার এলাকার মানুষের যোগাযোগের কেন্দ্রবিন্দু ওই আয়রন ব্রিজটি।
×