ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে আবাদযোগ্য জমি বেড়েছে

প্রকাশিত: ০৯:২০, ২২ জুন ২০১৯

যশোরে আবাদযোগ্য জমি বেড়েছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দেশের অন্য কৃষি অঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ কমলেও যশোর কৃষি অঞ্চলে এর ব্যত্যয় ঘটেছে। যশোর কৃষি অঞ্চলে এক যুগের ব্যবধানে আবাদযোগ্য জমির পরিমাণ বেড়েছে ৫ হাজার ৭শ’ ২১ হেক্টর জমি। কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অফিস সূত্রে জানা যায়, ২০০৫-২০০৬ অর্থবছরে যশোর কৃষি অঞ্চলের ৬ জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ৬ লাখ ৮৮ হাজার ৯শ’ ৩২ হেক্টর। ২০১৭-২০০১৮ সালে জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৬ শ’ ৫৩ হেক্টর। তবে ৬ জেলায় গড় হিসেবে আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পেলেও দুই জেলায় অর্থাৎ যশোর ও ঝিনাইদহ জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ কমেছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোর অফিসের হিসাব অনুযায়ী ২০০৫-২০০৬ অর্থবছরে যশোর জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২ লাখ ৩শ’ ৯৪ হেক্টর। ২০১৭-২০১৮ সালে যশোর জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ কমে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮শ’ ৫০ হেক্টর। ঝিনাইদহ জেলায় ২০০৫-২০০৬ অর্থবছরে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ১ লাখ ৫ হাজার ৭শ’ ৬৯ হেক্টর। ২০১৭-২০১৮ অর্থবছরে কমে হয়েছে ১ লাখ ৫ হাজার ২শ’ ৪০ হেক্টর। এছাড়া মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় আবাদযোগ্য জমির পরিমাণ ৫ হাজার ৭শ’ ২১ হেক্টর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২০০৫-২০০৬ অর্থবছরে মাগুরায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ৭২ হাজার ৯শ’ ৩২ হেক্টর। ২০১৭ ২০১৮ অর্থবছরে জমির পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৬ হাজার ৭শ’ ১ হেক্টর। ২০০৫-২০০৬ অর্থবছরে কুষ্টিয়ায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ১ লাখ ১৫ হাজার ৫শ’ ৫০ হেক্টর। ২০১৭-২০১৮ অর্থবছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ১শ’ ৩৫ হেক্টর। ২০০৫-২০০৬ অর্থবছরে চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ৯১ হাজার ৩শ’ ১৫ হেক্টর। ২০১৭-২০১৮ অর্থবছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৪ হাজার ২শ’ ২ হেক্টর। ২০০৫-২০০৬ অর্থবছরে মেহেরপুরে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ৫৭ হাজার ৯শ’ ৭২ হেক্টর। ২০১৭-২০১৮ অর্থবছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮ হাজার ৫শ’ ৭ হেক্টর। আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির কারণ জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সমির কুমার গোস্বামী বলেন, যশোর এবং ঝিনাইদহ জেলায় বসতবাড়িসহ অন্য কাজে আবাদি জমি ব্যবহার করায় আবাদি জমির পরিমাণ কমেছে। কিন্তু কৃষি অঞ্চল যশোরের অন্য জেলায় নদী, নালা, খাল, বিল, ভরাট ও নদী অঞ্চলে নতুন চর জেগে উঠায় দেশের অন্য কৃষি অঞ্চলে আবাদযোগ্য জমির পরিমাণ কমলেও সেই সব জেলায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
×