ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভবনের বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে ব্যবস্থা

প্রকাশিত: ০৯:১৯, ২২ জুন ২০১৯

 ভবনের বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥ থমকে গেছে রাজধানীর ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ। যে ২ হাজার ত্রুটিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে সেগুলোর বিরুদ্ধেও নেয়া হয়নি যথাযথ ব্যবস্থা। এ বিষয়ে জানতে চাইলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, একমাসের মধ্যেই ভবন মালিকদের নোটিস দেয়া হবে। এতে সন্তোষজনক জবাব না মিললে ব্যবস্থা নেয়া হবে। আর শুরু থেকেই কঠোর হওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বনানীর এফ.আর. টাওয়ারের অগ্নিকান্ডে ২৭ জন নিহত হওয়ার পর ধরা পড়ে নির্মাণের ত্রুটি ও নক্সাবহির্ভূত নির্মাণ। এর পর নড়েচড়ে বসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ত্রুটিপূর্ণ ভবনের খোঁজে শহরজুড়ে চালানো হয় অভিযান। অবশেষে পাওয়া যায় ১৮১৮টি ভবনের নানা ত্রুটি। গণপূর্ত মন্ত্রী বলছেন, এক মাস সময় দিয়ে সন্তোষজনক জবাব না পেলে ব্যবস্থা নেবে রাজউক। প্রয়োজনে ত্রুটিপূর্ণ অংশ ভেঙ্গে দেয়া হবে বা ভবন সিলগালা করা হবে। শ.ম. রেজাউল করিম বলেন, ‘প্রায় ১ হাজার ভবন পেয়েছি যারা কোন নক্সা দেখাতেই পারেন নি। কিন্তু প্রায় ১৮শ’ ভবনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে রাজউককে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছি।’ কাউকে ছাড় না দিয়ে কঠোর হাতে মোকাবেলার পরামর্শ স্থপতি মোবাশ্বের হোসেনের।
×