ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপু চৌধুরী

বাবার সুখ

প্রকাশিত: ০৯:০১, ২২ জুন ২০১৯

 বাবার সুখ

হাসুক তারা খেলুক তারা ধরুক যতো বায়না গোমরা মুখে থাকুক সন্তান চায় না বাবা চায় না। নিজের আহার যেমনই হোক কি আসে যায় তাতে চায় বাবা তাঁর সন্তানেরা ঠিক মতো খায় যাতে। সবার সুখের খোঁজে খোঁজে বোধ থাকে না গাত্রে অগাধ খুশির বিশ্ব মনে ফিরে গভীর রাত্রে। ঘরে ফিরে খুঁজেন প্রথম প্রিয়জনের মুখ হাসি মাখা মুখগুলোই তাঁর পরম স্বর্গ সুখ। সুখের ছোঁয়ায় বিভোর বাবার খুশির দুয়ার খুলে সারাদিনের শ্রম ক্লান্তি নিমিষে যায় ভুলে।
×