ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি আরবে অস্ত্র বিক্রি আটকে দিল সিনেট

প্রকাশিত: ০৮:৪৬, ২২ জুন ২০১৯

 সৌদি আরবে অস্ত্র বিক্রি আটকে দিল সিনেট

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট বৃহস্পতিবার সৌদি আরব ও অন্য সহযোগী দেশগুলোর কাছে ৮ দশমিক ১ বিলিয়ন (৮১০ কোটি) ডলারের অস্ত্র বিক্রয়ে বাধা দিয়েছে এবং সিনেট সদস্যরা সৌদি আরবের প্রতি ক্ষোভ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রতীকী তিরস্কার প্রকাশ করেছেন। খবর এএফপির। বিতর্কিত অস্ত্র বিক্রির সিদ্ধান্ত রোধে আনীত তিনটি প্রস্তাবের প্রতিটির প্রতি সমর্থনে সাত রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। ট্রাম্প এ বছরের প্রথমদিকে এ অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মুহূর্তে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্দানের কাছে বিমানের রক্ষণাবেক্ষণ সরঞ্জাম, সঠিক লক্ষ্য নির্দেশক যুদ্ধাস্ত্র ও অন্যান্য অস্ত্রের জন্য ২২টি পৃথক বিক্রয় প্রস্তাব রোধ করবে এ উদ্যোগ। রিপাবলিকান নেতৃত্ব এ অস্ত্র বিক্রির ওপর স্পর্শকাতর রোল কল অনুষ্ঠানে সম্মত হলে এ সপ্তাহে ভোটে বিষয়টির নিশ্চয়তা দেয়া হয়। সমালোচকরা বলেছেন, অস্ত্র বিক্রয়ে ইয়েমেনে বিপর্যয়কর যুদ্ধ আরও ব্যাপক হয়ে উঠবে। প্রশাসন মেনে ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে অস্ত্র বিক্রি অনুমোদনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। তার প্রশাসন ঘোষণা করে যে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার প্রধান হুমকি ইরান। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই সময় বলেছেন, প্রশাসন সৌদি আরবের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী ইরান সৃষ্ট এক জরুরী পরিস্থিতির জবাব দিচ্ছে। ইরান ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থন দিচ্ছে। সাত রিপাবলিকানসহ সিনেটররা বলেছেন, কংগ্রেসকে পাশকাটিয়ে যাওয়ার কোন আইনগত ভিত্তি নেই। অস্ত্র বিক্রি অনুমোদনে কংগ্রেসের অধিকার রয়েছে। অন্য দিকে ট্রাম্প অনুগত রিপাবলিকান সিনেট লিন্ডসে গ্রাহাম অস্ত্র বিক্রি ও সৌদি নেতৃত্বের প্রতি তীব্র তিরস্কার ছুড়ে দিয়েছেন। গ্রাহাম বলেন, তার প্রত্যাশা এ ভোট সৌদি আরবের প্রতি সঙ্কেত দেবে যে, এভাবে তুমি কর্মকান্ড অব্যাহত রাখলে তোমার জন্য কৌশলগত সম্পর্কের কোন স্থান নেই। সিনেটর তুরস্কে গতবছর সৌদি এজেন্টদের হাতে সাংবাদিক জামাল খাশোগির বর্বর হত্যার উল্লেখ করছিলেন। ওই সময় এ হত্যাকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রিয়াদের সম্পর্কে এক তীব্র সঙ্কটের সৃষ্টি হয়েছিল।
×