ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে নারীর প্রতি সহিংসতা রোধে নতুন এক হাজারের বেশি আদালত

প্রকাশিত: ০৮:৪৬, ২২ জুন ২০১৯

 পাকিস্তানে নারীর প্রতি সহিংসতা রোধে নতুন এক হাজারের বেশি আদালত

নারীর প্রতি সহিংসতা রোধে পাকিস্তানে এক হাজারের বেশি আদালত স্থাপন করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, লাঞ্ছনার শিকার নারীরা বিশেষ এই আদালতে কোন ভয়ভীতি ছাড়াই তাদের ওপর নির্যাতনের কথা বলতে পারবেন। রক্ষণশীল মুসলিম পরিবারের নারীরা তাদের ওপর আঘাত আসতে পারে এই ভয়ে তাদের ওপর নির্যাতনের বিষয়ে মুখ খুলতে চান না। পাকিস্তানে প্রতিবছর নারীর প্রতি সহিংসতার জন্য হাজার হাজার মামলা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ধর্ষণ, এসিড নিক্ষেপ, যৌন নির্যাতন, অপহরণ ও তথাকথিত অনার কিলিং। দেশটির সরকারী টেলিভিশনে প্রচারিত বিচারকদের এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা বলেন, ‘পাকিস্তানে এক হাজার ১৬টি লিঙ্গভিত্তিক সহিংসতা আদালত স্থাপন করতে যাচ্ছি আমরা। এর মধ্যে প্রত্যেক জেলায় কমপক্ষে একটি করে এ ধরনের আদালত থাকবে।’ তিনি বলেন, এই বিশেষ আদালতের পরিবেশ হবে অন্যান্য আদালতের চেয়ে একেবারেই ভিন্ন ধরনের। ফলে কোন ভয়ভীতি ছাড়াই অভিযোগকারীরা তাদের অভিযোগ সম্পর্কে বলতে পারবেন।’ পাকিস্তানের মানবাধিকার কমিশন তাদের ২০১৮ সালের প্রতিবেদনে নারীর প্রতি যৌন সহিংসতার কমপক্ষে ৮৪৫টি ঘটনার উল্লেখ করেছে। প্রতিবেদনে তুলনামূলক কোন সংখ্যা উল্লেখ করা হয়নি। এর আগে কমিশন জানিয়েছিল, প্রত্যন্ত এলাকায় নারীর প্রতি সহিংসতার বেশিরভাগ ঘটনাই অজানা থেকে যায়। কারণ দারিদ্র্যতা ও লোকলজ্জার ভয়ে তারা সেটা বলতে পারেন না। গত বছর থমসন রয়টার্স ফাউন্ডেশনের করা জরিপে নারীদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান বিশ্বে ষষ্ঠ অবস্থানে ছিল। নতুন আদালত বসানো হবে বর্তমানে যেসব আদালত ভবন রয়েছে, সেসব ভবনেই। -গার্ডিয়ান
×