ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের পরিস্থিতি শান্ত, কাজে ফিরেছে শ্রমিকরা

প্রকাশিত: ১০:৫৩, ২১ জুন ২০১৯

 পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের পরিস্থিতি শান্ত, কাজে ফিরেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার ॥ পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের পরিস্থিতি শান্ত। চীন এবং বাংলাদেশী শ্রমিকরা কাজে ফিরে গেছেন। একই সঙ্গে ভবিষ্যতে আর কোন দিন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে বিদ্যুত প্রতিমন্ত্রীর কাছে অঙ্গীকার করেছেন বাঙালী শ্রমিকরা। বৃহস্পতিবার বিদ্যুত বিভাগ প্রেরিত এক ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুত বিভাগ বলছে, ভুলবশত সেফটি বেল্টের হুক যথাস্থানে স্থাপন না করায় ওপর থেকে পড়ে গিয়ে নিহত হয় শ্রমিক সাবিন্দ্র দাস। বিদ্যুত বিভাগের ব্যাখ্যায় বলা হয়, পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে গত ১৭ ও ১৮ জুন যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। এটি একটি দুর্ঘটনা। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, নিহত শ্রমিক সাবিন্দ্র দাস কাজের সময় নিরাপত্তার জন্য ব্যবহৃত সকল সরঞ্জাম পরিহিত ছিলেন। কিন্তু শেষবার তিনি সেফটি বেল্টের হুক যথাস্থানে ভুলবশত স্থাপন না করায় ওপর থেকে পড়ে গিয়ে নিহত হন। সেখান থেকে ঘটনার সূত্রপাত। পরে রাতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। এতে ১০ জন বাঙালী এবং ৬ জন চীনা শ্রমিক আহত হন। চীনা শ্রমিক ঝাং ইয়াং ফাং পড়ে গিয়ে মাথায় আঘাত পান। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় চীন ও বাংলাদেশী যে শ্রমিকরা আহত হয়েছেন তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
×