ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয় দিয়ে শুরু ওসাকা-শারাপোভার

প্রকাশিত: ১১:৪৮, ২০ জুন ২০১৯

 জয় দিয়ে শুরু ওসাকা-শারাপোভার

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। ফ্রেঞ্চ ওপেনেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। কিন্তু পারলেন না নাওমি ওসাকা। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের রাউন্ড অব বত্রিশ থেকেই ছিটকে যান তিনি। ক্লে-কোর্টের পর এবার ঘাসের কোর্টের মিশনে নেমেছেন জাপানের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। বার্মিংহ্যাম ওপেনে জয় দিয়েই মিশন শুরু করেছেন নাওমি ওসাকা। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথমপর্বের ম্যাচে তিনি ৬-১, ৪-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেন মারিয়া সাক্কারিকে। বার্মিংহ্যামে জয়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় বলেন, ‘এই ম্যাচের পুরো সময়টাতেই আমি চিৎকার করেছি। তবে জয় পাওয়ার পর নিজেকে কিছুটা ভাগ্যবান বলেই মনে হচ্ছে। কেননা আগে থেকেই জানতাম প্রতিপক্ষ হিসেবে সে খুব কঠিন।’ বার্মিংহ্যামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ওসাকার প্রতিপক্ষ জুলিয়া পুতিনসেভা। প্রথম রাউন্ডের ম্যাচে কাজাখস্তানের এই প্রতিভাবান খেলোয়াড় হারিয়েছেন ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে আসা গ্রেট ব্রিটেনের হারিয়েট ডার্টকে। বার্মিংহ্যামের দ্বিতীয় রাউন্ডে প্রথমবারের মতো মুখোমুখি হন চেক প্রজাতন্ত্রের দুই বোন ক্যারোলিনা পিসকোভা এবং ক্রিস্টিনা পিসকোভা। এই ম্যাচের আগে ক্রিস্টিনা বলেন, ‘তার বিপক্ষে খেলাটা সত্যিই এক অদ্ভুত ব্যাপার। কেননা এই টুর্নামেন্টে আমরা একই বেডরুমে থাকছি। আমাদের ব্যাপারটা পরিবারের মতোই। যে কারণেই কারও খারাপ চাইতে পারি না। তারপরও আমি জয়ের লক্ষ্য নিয়েই কোর্টে নামতে চাই।’ একইদিনে মায়োর্কা ওপেনে কঠিন লড়াইয়ের পর জয়ের দেখা পেয়েছেন মারিয়া শারাপোভাও। রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল এদিন ৭-৬ (১০/৮) এবং ৬-০ গেমে পরাজিত করেছেন ভিক্টোরিয়া কুজমোভাকে। প্রতিপক্ষকে হারাতে এদিন মাশার সময় লাগে ৮৯ মিনিট। তিন-চার মাস পর এটাই শারাপোভার প্রথম জয়। এমন জয়ে দারুণ খুশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। ম্যাচের শেষেই নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘তিন থেকে চার মাসের মধ্যে এটাই আমার প্রথম জয়। মায়োর্কাতে জয় পাওয়াটা আমার কাছে দুর্দান্ত।’ এর আগে সেন্ট পিটার্সবার্গের লেডিস ট্রফিতে সর্বশেষ কোর্টে নেমেছিলেন শারাপোভা। কিন্তু চোটের কারণে সেই টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। এরপরের সময়টাতে আর কোন টুর্নামেন্টেই অংশগ্রহণ করেননি মাশা। মায়োর্কা ওপেন তাই তার কাছে বিশেষ কিছু। তবে রাশিয়ান তারকা জানালেন তার সামনে এখনও অনেক পথ বাকি। তিনি বলেন, ‘জয় পাওয়াটা সবসময়ই চমৎকার। তবে আরও অনেক কাজ বাকি আমার। এখনও নিজের আরও উন্নতি করতে হবে।’
×