ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে অধ্যক্ষ সিরাজ কারাগারে

প্রকাশিত: ১০:৪১, ২০ জুন ২০১৯

 রিমান্ড শেষে  অধ্যক্ষ সিরাজ  কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৯ জুন ॥ ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির মামলায় পিবিআই-এর কাছে দুইদিনের রিমান্ডে থাকা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক মোঃ জাকির হোসাইন আসামি সিরাজ উদ দৌলাকে জেলহাজাতে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা ছয়টায় ফেনী কোর্ট হাজতখানা থেকে সিরাজ উদ দৌলাকে ফেনী কারাগারে নেয়া হয়। নুসরাতের শ্লীলতাহানির মামলাটি পিবিআই তদন্ত করছে। এছাড়া নুসরাতের হত্যা মামলাটিও পিবিআই তদন্ত করে ১৬ জনকে আসামি করে আদালতে চার্জশীট জমা দিয়েছে। ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে গত ২৬ মার্চ অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তার অফিস কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আসামি করে মামলা করে। এ মামলায় গত ২৭ র্মাচ পুলিশ অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে। সিরাজ উদ দৌলার অনুসারীরা নুসরাতকে মামলাটি উঠিয়ে নেয়ার জন্য চাপ অব্যাহত রাখে। নুসরাত মামলাটি উঠিয়ে নিতে অপারগতা প্রকাশ করায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে সিরাজ উদ দৌলার অনুসারী নুসরাতের কয়েক সহপাঠী ছাত্র-ছাত্রী। আগুনে পুড়ে আহত নুসরাত গত ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়।
×