ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কৈলাশ প্রসাদ গুপ্ত

পরম নির্ভরতা

প্রকাশিত: ১০:১৮, ২০ জুন ২০১৯

পরম নির্ভরতা

মহাকাব্য রামায়ণে অশ্বমেধযজ্ঞের ঘোড়াকে আটক করে শেষ পর্যন্ত রামভক্ত হনুমানের সঙ্গে লবকুশের যুদ্ধ হয়। যুদ্ধে বীর হনুমান পরাজিত ও বন্দী হন। এই যুদ্ধে পরাজিত হয়ে হনুমান বিস্ময়ে হতবাক হন এবং পরাজয় বরণ করে লজ্জামিশ্রিত পুলক অনুভব করেন। এই ভেবে হেসে ফেলেন যে বীর হনুমান বালকদ্বয়ের কাছে পরাজিত? লঙ্কা বিজয়ী হনুমান? তথন তিনি তাঁর প্রভু শ্রী শ্রী রামচন্দ্রকে স্মরণ করে জানতে চান এই বীর বালকদ্বয়ের পিতা-মাতা কে? প্রভুর কৃপায় দর্শন পান স্বয়ং তাঁর প্রভু ও মাতা শ্রী শ্রী রাম চন্দ্র ও সীতা দেবীর এঁরা পুত্র। তিনি পরাজয়ের আনন্দে শান্ত হন। পিতার পুণ্যে পুত্র বলবান। মা গুণে ছাও। শিক্ষা পরিবার থেকে শুরু হয়। পিতা-মাতার সঙ্গে পরিবারে সন্তানদের সম্পর্ক হওয়া উচিত বন্ধুসুলভ। অর্থাৎ পিতা-মাতাই পিতা-মাতা, আবার তারাই বন্ধুর মতো আচরণ করে বন্ধু। একজন বন্ধু আর একজন বন্ধুর সঙ্গে সুখ-দুঃখের কথা বলতে পারে তেমনি সন্তান-সন্তুতি যেন পিতা-মাতার সঙ্গে তাদের সব কথা বলতে পারে। পিতা-মাতাই যেন হয় সন্তানের পরম নির্ভরতার জায়গা। বাহিরের ভাল-মন্দের কথা নিঃসঙ্কোচে পিতা-মাতাকে জানাতে পারে। এতে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে। ছেলে-মেয়েদের শৈশবকাল থেকে যৌবনকাল পর্যন্ত মানবজীবনে নানা পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের দিকে খেয়াল রেখে পিতা-মাতাকে ছেলে-মেয়েদের সঙ্গে সেইরূপ আচরণ করতে হবে। চেষ্টা করতে হবে খোঁজ রাখার তার ছেলে-মেয়ে কখন কোথায় যায়, কি করে, কার সঙ্গে মিশে? পিতা-মাতার চেয়েও তার বন্ধুই তার আপন হয়ে গেছে, অভিভাবক হয়ে গেছে? কেন? বুঝতে হবে। শিশু যে পরিবেশে গড়ে ওঠে সেই পরিবেশ অনুযায়ী তার আচরণ হয়। মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। পিতা-মাতাকে শিশুদের মারধর করতে নিষেধ করেছেন। শিশুদের পড়াশোনার জন্য চাপ না দিতে মহামান্য রাষ্ট্রপতিও আহ্বান জানিয়েছেন। পিতা-মাতাকে আর একটি বিষয়ে জানাতে হবে কোন্ বয়সের ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল ফোন দিতে হবে। এই কাজটি নির্ধারণ করা কঠিন কাজ। অনেক বিতর্ক হতে পারে। তবু বিষয়টি বিবেচনায় আনা উচিত। মা-বাবারও মোবাইল অপ্রয়োজনে ব্যবহারও নিয়ন্ত্রণ করতে হবে। ফুলবাড়ী, দিনাজপুর থেকে
×