ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাজ ভাবান -বিষয় ॥ সন্তানকে সন্দেহ করব!

প্রকাশিত: ১০:১৮, ২০ জুন ২০১৯

সমাজ ভাবান -বিষয় ॥ সন্তানকে সন্দেহ করব!

আজহার মাহমুদ ॥ সন্তানকে সঠিকভাবে গড়ে তোলার প্রধান কারিগর অভিভাবক। সন্তান যখন সমাজে অন্যায় করে তখন সর্ব প্রথম খোঁজ করে তার অভিভাবকদের। তাদেরই সমাজে দোষারোপ করা হয়। কারণ তারা তাদের সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। বলা যায় একটি সন্তান ভুল পথে পরিচালিত হলে তার জন্য দায়ী অভিভাবকরা। সন্তান ভাল হওয়ার পেছনে অভিভাবকের অবদান সবচেয়ে বেশি। প্রতিটি সন্তানের সুন্দর জীবন এবং ভবিষ্যত পুরোটাই থাকে অভিভাবকের হতে। অভিভাবক তার সন্তানকে যেভাবে খুশি সেভাবে গড়ে তুলতে পারে। অভিভাবকরা চাইলে তৈরি করতে পারেন চোর, ডাকাত, সন্ত্রাস, জঙ্গী, মাদক ব্যবসায়ী ইত্যাদি। আবার চাইলে তাদের সন্তানকে সু-শিক্ষিত করে তৈরি করতে পারেন মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, কবি, ডাক্তার ও ইঞ্জিনিয়ার। আমি বলব সবকিছুই অভিভাবকদের হাতের ভেতর। তারা একটু সচেতন হলে এবং একটু কঠোর হলেই তা সম্ভব। সন্তানের কথামতো যদি তাকে ছেড়ে দেয় সবকিছুতেই তবে কখনই সন্তানকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কোন অভিভাবকরাই চায় না তাদের সন্তানদের ক্ষতি হোক। সকল অভিভাবকরাই তাদের সন্তান একদিন অনেক বড় হবে এবং তার অনেক নাম ডাক হবে। কিন্তু মূল বিষয় হলো আমাদের অনেক অভিভাবকই আছেন যারা সন্তানকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সন্তানকে নিয়ে দেখা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না। সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারলে তো বাস্তবায়ন করা সম্ভব। সন্তান যদি পড়ার সময় রাস্তায় আড্ডা দেয় এবং মা-বাবার অবাধ্য হয় তবে তার ভবিষ্যত কতটাই আর উজ্জ্বল হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে সন্তানদের নিয়ন্ত্রণ রাখা অভিভাবকদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু সেই চ্যালেঞ্জ অভিভাবকদের মোকাবেলা করতেই হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে আড্ডা দেয়, কার সঙ্গে খেলাধুলা করে, কখন কী করে সবকিছুই অভিভাবকের নজরে রাখতে হবে। তবেই সন্তানকে নিয়ে দেখা সপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। আমাদের সমাজে অনেক বিত্তবান অভিভাবক রয়েছে, যাদের মধ্যে অনেকে সন্তানকে টাকা দিতে হিসাব করে না। যার কারণে তাদের সন্তানগুলো বিপথগামী পথে পৌঁছায় একটু আগেই। সন্তানকে কেন টাকা দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন কোন কাজের জন্য দিচ্ছেন সব কিছু হিসাব রাখতে হবে। সন্তানের পকেট খরচ কত হতে পারে সেটা অভিভাবকের জানা উচিত। সন্তান যদি নেশা করে, অবৈধ পথে চলে তবে তার টাকার প্রয়োজন বেশি হতে পারে। আমার মতে এর জন্য দায়ী অভিভাবকরাই। সন্তানকে ভালবেসে টাকা দিয়ে খারাপ পথে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে। তাই টাকা দেয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে দেয়া উচিত। তাই সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার জন্য অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে বলে আমি মনে করি। চট্টগ্রাম থেকে
×