ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেশবপুরে জমি নিয়ে মামলা করায় ৩ বাড়িতে আগুন

প্রকাশিত: ১০:১৫, ২০ জুন ২০১৯

  কেশবপুরে জমি নিয়ে মামলা করায় ৩ বাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৯ জুন ॥ বুধবার সকালে কেশবপুরে কাস্তা গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি ভাংচুর, লুটপাট ও মারপিটের অভিযোগে মামলা করায় তিন পরিবারের ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। প্রভাবশালী প্রতিপক্ষরা বুধবার প্রথম দফায় তিন পরিবারের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তদের দাবিকৃত জমির দখল নিয়ে বেড়া দিয়ে ঘিরে দেয়। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীদের হামলায় ২ মহিলাসহ ৪ জন আহত হয়। পরিবারগুলোর পক্ষ থেকে মঙ্গলবার রাতে কেশবপুর থানায় মামলা দাখিল করা হয়। মামলা করায় বুধবার সকালে আবারও প্রতিপক্ষ ইব্রাহিম গং তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। জানা যায়, এক গ্রামের প্রতিবেশী সবুর শেখের ছেলে ইব্রাহিম হোসেনের সঙ্গে বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চল আসছিল। বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ইব্রাহিম হোসেন, শরিফুল ইসলাম, আক্তারুজ্জামান, সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮/২০ জন আবুবকর সিদ্দিকের পরিবারের ওপর হামলা চালায়।
×