ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবি

প্রকাশিত: ১০:১৪, ২০ জুন ২০১৯

 গাজীপুরে বিদ্যুতের  প্রি-পেইড মিটার  বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে শ্রীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। বুধবার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম শিমুল, মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকার, জেলা মহিলা লীগ নেত্রী আঞ্জুমান আরা শিউলী প্রমুখ।
×