ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য সুরক্ষায় চারা রোপণ

প্রকাশিত: ১০:০৯, ২০ জুন ২০১৯

 স্বাস্থ্য সুরক্ষায় চারা রোপণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের ১৭ কিলোমিটার গ্রামীণ জনপদে ওষধিগুণে সমৃদ্ধ সজনের চারা রোপণের কর্মসূচী গ্রহণ করেছেন জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সজনে চারা রোপণের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এবং উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। সজনে চারা রোপণের বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, বিভিন্ন ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে নানাবিধ রোগের উপদ্রব হচ্ছে। তাই ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত সজনে গাছকে ইউনিয়নের সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য সহস্রাধিক সজনে চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
×