ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিতে কৃষিতত্ত্ব বিভাগের মিডটার্ম রিভিউ কর্মশালা

প্রকাশিত: ১০:০৭, ২০ জুন ২০১৯

 ব্রিতে কৃষিতত্ত্ব বিভাগের  মিডটার্ম রিভিউ কর্মশালা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষিতত্ত্ব বিভাগের উন্নয়ন এবং গবেষণা শক্তিশালীকরণ কর্মসূচীর মিডটার্ম রিভিউ কর্মশালা গত মঙ্গলবার ব্রির প্রশিক্ষণ ভবনের ভিআইপি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর। কর্মশালায় ব্রির পরিচালক গবেষণা ড. তমাল লতা আদিত্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক প্রশাসন ড. মোঃ আনছার আলী ও কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আমিরুল ইসলাম। কর্মশালায় কৃষিতত্ত্ব বিভাগের উন্নয়ন এবং গবেষণা শক্তিশালীকরণ কর্মসূচীর মিডটার্ম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন কর্মসূচীর পরিচালক ও কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ব্রি মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রি তার প্রতিটি গবেষণা বিভাগকে শক্তিশালীকরণ ও আধুনিকায়ন করা হচ্ছে। -বিজ্ঞপ্তি।
×