ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেনকে ৩১ অক্টোবরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে আসতে হবে ॥ জনসন

প্রকাশিত: ০৯:৪৬, ২০ জুন ২০১৯

 ব্রিটেনকে ৩১ অক্টোবরের মধ্যে ইইউ থেকে  বেরিয়ে আসতে  হবে ॥ জনসন

ব্রেক্সিট-সমর্থক বরিস জনসন মঙ্গলবার বলেছেন যে, ব্রিটেনকে অবশ্য নতুন চূড়ান্ত সময়সীমা ৩১ অক্টোবরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে আসতে হবে। তিনি তার প্রথম টিভি বিতর্কে যুক্তরাজ্যের নেতৃত্ব প্রতিযোগিতায় অবশিষ্ট চার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এ কথা বলেন। খবর এএফপির। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন নিম্নকক্ষ হাউস অব কমন্সে ক্ষমতাসীন কনজারভেটিভ এমপিদের মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা ব্যালট ভোটে তার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার পর তিনি শান্তভাব বজায় রাখেন এবং কোন ধরনের হোঁচট খেয়েছেন বলে প্রমাণ মেলেনি। তিনি রবিবার তার প্রথম টিভি অনুষ্ঠান এড়িয়ে গেছেন। তিনি মঙ্গলবার ব্রিটেনকে ইইউ থেকে সফলতার সঙ্গে বের করে আনার জন্য নিজেকে একজন সমর্থ রাজনীতিক বলে তুলে ধরে বলেন, যুক্তরাজ্যের ভোটাররা তিন বছর আগে ব্রেক্সিটের জন্য ভোট দিয়েছিলেন।
×