ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারের আপত্তিতে খালেদাকে জামিন দিচ্ছে না আদালত॥ দুদু

প্রকাশিত: ১৩:৪১, ১৯ জুন ২০১৯

সরকারের আপত্তিতে খালেদাকে জামিন দিচ্ছে না আদালত॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ সরকারের আপত্তির কারণেই আদালত খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন। সরকারকে উদ্দেশ করে দুদু বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি ভাল কাজ করুন। তাহলে শুধু বিএনপি নয় দেশের মানুষও এটাকে সরকারের অনেক খারাপ কাজের মাঝে একটা ভাল কাজ মনে করবে। বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন ছাড়া বর্তমান সরকারের পতন সম্ভব নয়। আর এ সরকারের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। দুদু বলেন, ’৭১ সালে যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। কিন্তু বর্তমানে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার কিছুই নেই। দেশে আইনশৃঙ্খলা, নির্বাচন ও বিচার বলেও কিছু নেই। দেশে নির্বাচন করে সরকার গঠনের সব পথ বন্ধ করে দেয়া হয়েছে। তাই আন্দোলন ছাড়া ভাল কোন কিছু করা সম্ভব নয়। একাত্তরে আন্দোলন করে আমরা স্বাধীনতা এনেছি।
×