ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ থেকে হালাল মাংস নিতে আগ্রহী আরব আমিরাত

প্রকাশিত: ১৩:২৪, ১৯ জুন ২০১৯

বাংলাদেশ থেকে হালাল মাংস নিতে আগ্রহী আরব আমিরাত

বাংলা ট্রিবিউন ॥ বাংলাদেশ থেকে নিরাপদ ও হালাল খাদ্য, বিশেষ করে মাংস আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়াম বিনতে মোহাম্মদ সাঈদ হারেব আল মেহাইরি মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংযুক্ত এ আগ্রহ প্রকাশ করেন। মৎস্য প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উৎপাদিত মৎস্য ও প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা তুলে ধরে মৎস্য প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে মাছ ও মাংসসহ প্রাণিজ খাদ্য রফতানির পাশাপাশি তাদের টেকনিক্যাল সহায়তারও প্রস্তাব দেন। এ সময় আমিরাতের প্রতিমন্ত্রীকে বাংলাদেশের সামুদ্রিক মৎস্যসম্পদ, গরু-মহিষ এবং ডেইরি শিল্পের ব্যাপারে অবহিত করা হয়। তিনি বাংলাদেশের উৎপাদিত মৎস্য ও প্রাণিজ খাদ্য নিরাপদ ও হালাল হবে কিনা তা জানতে চান। এতে বাংলাদেশের উৎপাদিত প্রাণিজ খাদ্য ১০০ ভাগ নিরাপদ ও হালাল বলে আমিরাতের প্রতিমন্ত্রীকে জানানো হয়। এদেশের মাছ রফতানিতে ইউরোপীয় ইউনিয়নের দেয়া অনাপত্তি সনদের কথাও আরব আমিরাতের প্রতিমন্ত্রীকে জানানা হয়। উভয় মন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা উল্লেখ করে ভবিষ্যতে ফের দ্বিপাক্ষিক বৈঠকে বসার আশাবাদ ব্যক্ত করেন।
×