ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় হকি ক্যাম্পে কাটছাঁট

প্রকাশিত: ১২:৪৬, ১৯ জুন ২০১৯

জাতীয় হকি ক্যাম্পে কাটছাঁট

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৫ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএইচএফ ইনডোর এশিয়া কাপ হকি আসরে অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ৩২ হকি খেলোয়াড়কে প্রাথমিক দলে ডেকেছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। অনুশীলন পর্যবেক্ষণ শেষে সেই দলটিকে কাটছাঁট করে ১৮ জনে নামিয়ে আনা হয়েছে। এই প্রাথমিক দলটি থেকেই সর্বশেষ ১২ সদস্যের দল চূড়ান্ত করে পাঠানো হবে থাইল্যান্ডে। সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেন হেড কোচ ইরানের হামিদ রেজা বোখারাই ও পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল। ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ॥ রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু, তাহের আলী, শফিউল আলম শিশির, আশরাফুল ইসলাম, পুস্কর ক্ষিসা মিমো, নাঈম উদ্দিন, ফরহাদ আহমেদ শিতুল, রোমান সরকার, মইনুল ইসলাম কৌশিক, খোরশেদুর রহমান, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন এবং বিপ্লব কুজুর।
×