ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৯-২০ অর্থবছরের বাজেট ’উচ্চাভিলাসী নয়, জনকল্যাণমুখী বাজেট’

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৯

২০১৯-২০ অর্থবছরের বাজেট ’উচ্চাভিলাসী নয়,  জনকল্যাণমুখী বাজেট’

সংসদ রিপোর্টার ॥ প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে ’উচ্চাভিলাসী নয়, বাস্তবসম্মত জনকল্যাণমুখী বাজেট’ হিসেবে উল্লেখ করে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি-জামায়াত জোট নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরিবর্তে মনোনয়ন বাণিজ্যে করেছে। নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাই বর্তমান বিতর্কিত ও দন্ডিত নেতৃত্ব দিয়ে বিএনপি চলবে না। রাজনীতিতে টিকে থাকতে হলে বিএনপিকে নেতৃত্ব পরিবর্তন করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের ধারায় অবশ্যই আসতে হবে। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার প্রথম দিনে অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সরকারি দলের সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ, আবদুল মান্নান, পংকজ দেবনাথ, এ্যাডভোকেট মো. সাইফুজ্জামান (শিখর), খালেদা খানম, বেগম কানিজ ফাতেমা আহমেদ, আরমা দত্ত, সৈয়দা রুবিনা আক্তার, শেখ এ্যানী রহমান, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, ওয়ার্কার্স পার্টির বেগম লুৎফুন নেসা খান ও বিএনপির মোশারফ হোসেন ভূইয়া। আলোচনায় অংশ নিয়ে সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ প্রস্তাবিত বাজেটকে ’উচ্চাভিলাসী নয়, বাস্তবসম্মত বাজেট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বাজেট শুধু আয়, ব্যয়ের হিসাব নয়, একটি দেশের আর্থ-সামাজিক ও জনগণের সার্বিক কল্যাণের জন্য প্রণয়ন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ, বিজ্ঞ ও সাহসী নেতৃত্বের কারণে দেশের সামষ্টিক অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। লক্ষ্যমাত্রার চেয়েও প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা ১৭ কোটি পেরিয়ে গেছে, জমি অর্ধেক কমে গেছে- সেদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এটা কী কল্পনা করা যায়? গত ১০ বছর দেশের চিত্রই পাল্টে গেছে। তবে এ বিশাল বাজেট বাস্তবায়নে কর প্রশাসনের দক্ষতা বাড়াতে হবে। ঋণখেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ে যত ধরণের জোরদার প্রক্রিয়া রয়েছে তা প্রয়োগ করতে হবে। খেলাপী টাকা বিদেশে পাচার হলে তার বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নিতে হবে। এদের কোনভাবেই রেহাই দেয়া যাবে না। সরকারি দলের সিনিয়র সদস্য আবদুল মান্নান বাজেটকে জনকল্যাণমুখী উল্লেখ করে বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। বঙ্গবন্ধুর দীর্ঘ নেতৃত্ব ও ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। জীবদ্দশায় জিয়াউর রহমান নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলেছেন, যারা এ দাবী করেন তারা কেউ প্রমাণ দিতে পারলে সংসদ থেকে পদত্যাগ করবো। তিনি বলেন, অনেকে খালেদা জিয়ার মুক্তি চান। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব দিয়ে দলটি চলবে না। নেতৃত্ব বদলান, মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে নেতৃত্বে আনুন, তবে যদি রাজনীতিতে টিকে থাকতে পারেন। তিনি বলেন, একাত্তরে স্বামী (জিয়াউর রহমান) যুদ্ধে রয়েছেন, আর তাঁর স্ত্রী (খালেদা জিয়া) তখন কোথায় ছিলেন? ক্যান্টনমেন্টে পাকিস্তানীদের সঙ্গে সন্তানদের নিয়ে বহাল তবিয়তে থাকলেন। যারা সম্ভ্রম হারিয়েছেন তাদের বীরাঙ্গনা বলা হয়, সেক্ষেত্রে খালেদা জিয়াকে কি বলা হবে তা আগে ঠিক করেন। সরকারের কাছ থেকে ভাতা নিয়েও খালেদা জিয়া দুই সন্তানকে সামান্য শিক্ষিত করতে পারেননি। তাই নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যাত করেছে। বিএনপির মোশারফ হোসেন ভুঁইয়া খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে বলেন, বিশাল বাজেট দেওয়া হলেও এতো ঘাটতি দিয়ে তা বাস্তবায়ন খুব কঠিন হবে। পুরো জনগণের ওপর করের বোঝা না চাপিয়ে নতুন করদাতা খুঁজে বের করতে হবে। সংসদে মাত্র আমরা ৬ জন, কিন্তু কথা বলতে গেলেই বাঁধা দেয়া হয়। জিয়াউর রহমান ও তারেক রহমান এদেশের জন্য অনেক কাজ করে গেছেন। জিয়াকে খুনী ও তারেককে দুর্নীতিবাজ বললে আমাদেরও পাল্টা জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। তিনি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর এবং সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন স্থাপনের দাবী জানান। ওয়ার্কার্স পার্টির বেগম লুৎফুন নেসা খান বলেন, মানসম্মত শিক্ষায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ অনেক পেছনে। দেশে বেকারের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজ মাদকের হাত থেকে রেহাই পাচ্ছে না। তিনি জাতীয় সংসদের ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবী জানান। সরকারি দলের পংকজ দেবনাথ বলেন, গত ১০ বছরে সবক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। নিভৃত গ্রামেও এখন জ্বলছে বিজলি বাতি। দেশের বিশাল অগ্রগতি, উন্নয়ন ও সাফল্যে’র পক্ষেই দেশের তরুণ ও নতুন প্রজন্ম আওয়ামী লীগকে দু’হাত ভরে ভোট দিয়ে বিজয়ী করেছে। দুর্নীতির বরপুত্র কুলাঙ্গার তারেক রহমানদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে বিতর্কিত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে ব্যাপক পরাজয় নিশ্চিত জেনেই ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নির্বাচনী যুদ্ধে অংশ না নিয়ে ষড়যন্ত্র ও নির্বাচন বাণিজ্য করেছে। প্রধানমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান (শিখর) বলেন, বাংলাদেশ মানুষকে উন্নত জীবন দেওয়াই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর ধ্যান-জ্ঞান। সে লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত ১০ বছর ধরে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে দেশ, দেশের অর্থনীতি ও বাজেটের আকার। তবে যাদের মানষিক সমস্যা রয়েছে তাদের কাছে এই বাজেট ভাল লাগার কথা নয়। কারণ তারা সরকারের কোন উন্নয়নই চোখে দেখেন না। ডা. হাবিবে মিল্লাত এমপিওভূক্তির আগে এমপিদের পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ৫/৬ জন সংসদ সদস্য সংসদে এসে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। মাত্র কয়েকদিনেই তাঁদের অসংসদীয় ভাষা যেভাবে এক্সপাঞ্জ করা হয়েছে, অতীতে কখনো হয়নি। এতিমের টাকা আত্মসাতকারী চোরের কোন মুক্তি হতে পারে না। বিএনপি-জামায়াতের ভয়াল অগ্নিসন্ত্রাসের শিকার মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বিএনপি এখন মুসলীম লীগ হওয়ার পথে।
×