ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গার্ল গাইডসের জাতীয় রেঞ্জার কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩:২৬, ১৮ জুন ২০১৯

গার্ল গাইডসের  জাতীয় রেঞ্জার  কাউন্সিল  অনুষ্ঠিত

বাংলাদেশ গার্ল গাইডস্ এ্যাসোসিয়েশনের জাতীয় রেঞ্জার কাউন্সিলের উদ্যোগে ১৫তম জাতীয় রেঞ্জার কাউন্সিল অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ হতে ১৭ জুন অনুষ্ঠিত অনুষ্ঠানটি নিউ বেইলি রোডের গাইড হাউজের জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ১০ অঞ্চল হতে রেঞ্জার, রেঞ্জার গাইডার, কমিশনার ও অন্য সদস্যসহ ১২০ জন অংশগ্রহণ করেন। ২৩ সদস্যবিশিষ্ট জুন ২০২১ সাল মেয়াদের জন্য জাতীয় রেঞ্জার কাউন্সিল গঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। সভাপতিত্ব করেন রেঞ্জার কমিশনার রীতা জেসমিন। অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) ও তাহমিনা আক্তার টুম্পা, সভাপতি, জাতীয় রেঞ্জার কাউন্সিল। অধিবেশনে বি দ্যা চেঞ্জ, প্রিপার্ড টু লার্ন, প্রিপার্ড টু লিড, ক্লাইমেট চেঞ্জ, বহুমুত্র রোগ, লিডারশিপ ইয়েস গার্লস্ মুভমেন্ট, বি প্রিপার্ড, ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু ক্যান্সার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা ও সেশন প্রদান করা হয়। অধিবেশনের দ্বিতীয় দিনে জাতীয় রেঞ্জার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেক্রেটারি পদে নির্বাচিত হন তাহমিনা বিনতে সিরাজ এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মাহমুদা আক্তার।-বিজ্ঞপ্তি।
×