ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ১৩:২৫, ১৮ জুন ২০১৯

পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্মঘট প্রত্যাহার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক শেষে সোমবার ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে দীর্ঘ সাত দিনের অচলাবস্থার অবসান হতে চলেছে। খবর আনন্দবাজার, ওয়ান ইন্ডিয়া ও এনডিটিভির। মমতার সঙ্গে বৈঠক শেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় চিকিৎসকরা ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন। এদিন বিকেল চারটার দিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে আন্দোলনকারী চিকিৎসকদের ৩০ জনের একটি প্রতিনিধি দল মমতার সঙ্গে বৈঠকে বসেন। চিকিৎসকদের শর্ত মেনে ওই বৈঠক টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মমতা চিকিৎসকদের প্রয়োজনীয় নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকে চিকিৎসকরা মমতার কাছে ১২ দফা দাবি পেশ করেন।
×