ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুরসি মারা গেছেন

প্রকাশিত: ১৩:২৪, ১৮ জুন ২০১৯

 মিসরের সাবেক   প্রেসিডেন্ট মুরসি  মারা গেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সোমবার আদালতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্টেট টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। মামলার শুনানির জন্য সোমবার মুরসিকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম চলা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০১৩ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে সেনা সমর্থিত সরকার দেশটির ক্ষমতা নিলে আটক হন বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় যাওয়া মুরসি। সেই থেকে তিনি কারাগারেই ছিলেন। আরব বসন্তের সময় দেশটিতে হোসনি মোবারকের পতন হলে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন মুরসি। কিন্তু তার বিরুদ্ধে অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ এনে বিরোধীদের বিক্ষোভ শুরু হলে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। ক্ষমতাচ্যুত করার পর মুরসিকে কারাবন্দী করা হয়। এরপর রাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করা হয় তাকে। ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে বিচারাধীন ছিলেন।
×