ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শচীনকে ছাড়িয়ে কোহলির রেকর্ড

প্রকাশিত: ১১:৫৯, ১৮ জুন ২০১৯

 শচীনকে ছাড়িয়ে কোহলির  রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরেকটি অর্জন এসে ধরা দিয়েছে বিরাট কোহলির হাতে। কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকরকে ছাড়িয়ে ওয়ানডেতে দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক। ভারতের তৃতীয় ও বিশ্বের নবম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানে যেতে ২২২ ইনিংস লেগেছে কোহলির। ২০০২ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানে যেতে শচীনের লেগেছিল ২৭৬ ইনিংস। পরে এই ক্লাবের সদস্য বেড়েছে আরও সাতজন। কিন্তু শচীনের চেয়ে কম ইনিংস খেলে ছুঁতে পারেননি কেউ। এবার কোহলি পূর্বসূরিকে পেছনে ফেললেন ৫৪ ইনিংস কম খেলে। পরশু পাকিস্তান ম্যাচের আগে ওয়ানডেতে কোহলির রান ছিল ১০ হাজার ৯৪৩। ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার ৬৫ বৃেল ৭ চারে ৭৭ রানের দাপুটে ইনিংস খেলার পথে রেকর্ডটি নিজের করে নেন তিনি। ১০ থেকে ১১ হাজারে তার লেগেছে ১৭ ইনিংস। সময়ের হিসেবেও রেকর্ড গড়েছেন কোহলি। ২০০৮ সালের আগস্টে ওয়ানডে অভিষেকের পর ১০ বছর ৩০২ দিনে ১১ হাজারে পৌঁছালেন কোহলি। ১২ বছর ৪১ দিনে রেকর্ডটি গড়েছিলেন টেন্ডুলকর। ওয়ানডেতে দ্রুততম আট হাজার, নয় হাজার ও ১০ হাজার রানে পৌঁছানোর রেকর্ডও কোহলির।
×