ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিএসজির কাছে এখন গুরুত্বহীন নেইমার!

প্রকাশিত: ১১:৫৮, ১৮ জুন ২০১৯

 পিএসজির কাছে এখন গুরুত্বহীন নেইমার!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন নতুন নয়। বার্সিলোনায় খেলার আগে থেকেই শোনা গিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যুতে যেতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু তা হতে দেয়নি বার্সিলোনা। স্প্যানিশ পরাশক্তিরা মেসি, বসকুয়েটসদের পাশে নিয়ে আসেন সেলেসাও তারকাকে। কিন্তু ২০১৩-১৭ সাল পর্যন্ত কাতালান শিবিরে থাকার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছেন নেইমার। পিএসজিতে যাওয়ার পর আবারও গুঞ্জন রটে, কয়েক বছর পর রিয়াল মাদ্রিদে যাবেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর বিষয়টি নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়। অনেকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলেন, নেইমারের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখন ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিয়েছেন, আপাতত পিএসজি ছাড়ার কোন ইচ্ছা বা চিন্তাভাবনা নেই। মাস তিন পর আবারও নেইমারের দল বদল নিয়ে গুঞ্জন চাউর হয়। এবার শোনা যায়, সাবেক ক্লাব বার্সিলোনায় ফিরতে চান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার। সময়ের অন্যতম সেরা তারকা নিজেও নাকি এমনটা চান। এমন অবস্থায় পিএসজিও থেমে ছিল না। প্যারিসের পরাশক্তিরা প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, যেন নেইমার উড়াল দিয়ে কোথাও যেতে না পারেন! অর্থাৎ যে কোন মূল্যে ব্রাজিলিয়ান তারকাকে তাঁবুতে রাখতে মরিয়া পিএসজি। কিন্তু সেই পিএসজিই এখন পিছুটান দিচ্ছে! জোর গুঞ্জন, নেইমারকে বিক্রি করতে পারে পিএসজি। এমন খবর দিয়েছে ফরাসী সংবাদমাদ্যম। ক্লাবটির সিইও নাসের আল-খেলাইফি খেলোয়াড়দের দায়িত্বহীন আচরণ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেয়ার পর এই খবর এসেছে। অর্থাৎ নেইমারের ব্যবহারে মোটেও সন্তুষ্ট নয় ফরাসী জায়ান্টরা। ২০১৭ সালের আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সিলোনা থেকে লীগ ওয়ানের দল পিএসজিতে যোগ দেন নেইমার। চোট আর নিষেধাজ্ঞার কারণে ২০১৮-১৯ মৌসুমের বড় একটা অংশ পিএসজির হয়ে খেলতে পারেননি। লীগে মাত্র ১৭ ম্যাচ খেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোল করেন ১৫টি। ফরাসী সংবাদমাধ্যম জানিয়েছে, আসন্ন দল বদলের সময় যদি পিএসজি খুব বড় অঙ্কের কোন প্রস্তাব পায়, তাহলে ২৭ বছর বয়সী নেইমারকে বিক্রি করে দেয়ার বিষয়টি তারা বিবেচনা করবে।
×